Saudi-Arabia's-zakat
সৌদি আরবের যাকাত, ট্যাক্স, এবং কাস্টমস কর্তৃপক্ষ জেদ্দা বন্দর থেকে ১৬ লাখ মাদক ট্যাবলেট এর একটি চোরাচালান জব্দ করেছে। একটি ক্যারাভান এর মধ্যে এই বিপুল পরিমান মাদক এর চোরাচালান লুকিয়ে রাখা ছিলো।
১৬ লাখ মাদক ট্যাবলেট এর চোরাচালান জব্দ করেছে সৌদি কাস্টমস।
সৌদি যাকাত, ট্যাক্স, এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে সিকিউরিটি চেকিং এর সময় একটি ক্যারাভান ট্রেইলার এর ফ্লোরের নিচে লুকিয়ে রাখা এই বিপুল পরিমানে ক্যাপটাগন ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইতিমধ্যেই এই বিপুল পরিমান মাদক ট্যাবলেট এর প্রাপককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। এই মাদক চোরাচালান এর সাথে যুক্ত থাকা ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৬ লাখ মাদক ট্যাবলেট এর চোরাচালান জব্দ করেছে সৌদি কাস্টমস।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলকে অনুরোধ করেছেন যেকোন মাদক ব্যবসা বা মাদক চোরাচালান সংক্রান্ত বা সন্দেহমূলক কর্মকান্ডের ব্যাপারে 1910 নাম্বারে ফোন করে অথবা 1910@zatca.gov.sa – এই ইমেইল এড্রেসে ইমেইল করে কর্তৃপক্ষকে জানানোর জন্য। এছাড়াও যেকোন প্রকার তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।