করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে 6 March

 

করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে 6 March


📣দারুন সুখবর📣
সৌদিতে প্রায় সকল বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।তবে কিছু নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
PCR টেস্ট ও হোটেল কোয়ারেন্টাইনের মতো গুরুত্বপূর্ণ সকল বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন 

সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার
আজ শনিবার (০৫/০৩/২০২২) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে 

করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিম্নোক্ত নির্দেশনাসমূহ জারি করেছে:
১। পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সকল মসজিদে আর সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা (অর্থাৎ পূর্বের ন্যয় লেগে লেগে নামাজ পরতে পারবে)। তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে।
২। উন্মুক্ত বা বদ্ধ সকল স্থানে, সকল ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা।
৩। উন্মুক্ত স্থানে মাস্ক পরতে হবেনা। আবদ্ধ স্থানে (যেমন অফিস আদালতে) মাস্ক পরে থাকতে হবে।
৪। বহির্বিশ্ব থেকে সৌদিআরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই।
৫। সৌদিআরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।
৬। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবেনা।
৭। আফরিকার যেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া বন্ধ ছিল সেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া করা যাবে।
তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো বাতিল করা হয়নি। এছাড়া কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত এখনো বাতিল করা হয়নি।
মামুনুর রশিদ
রিয়াদ, ০৫/০৩/২০২২



সৌদির করোনা বিধিনিষেধ শিথিল হলেও কিছু নিয়মাবলী মানতেই হবে।

করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে 6 March

The Ministry of Hajj and Umrah announced on Saturday that there is no need for obtaining permit and taking appointment to perform prayer at the Grand Mosque in Makkah. 



Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال