Trending

ইউক্রেনে রকেট হামলা, প্রথম কোন বাংলাদেশি নাগরিক নিহত

 

ইউক্রেনে রকেট হামলা, প্রথম কোন বাংলাদেশি নাগরিক নিহত

ইউক্রেনে রকেট হামলা, প্রথম কোন বাংলাদেশি নাগরিক নিহত

ইউক্রেনে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ওপর রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।

 ২ মার্চ (বুধবার) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দেশটির অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজটিতে এ হামলা চালানো হয়।



ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম কোন বাংলাদেশির প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। গতকাল ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়া জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় এই ঘটনা ঘটে।

জাহাজে হামলার পরই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। নিহত হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী ‍উপজেলায়।

এর আগে, ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এর এ জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্রে জানা গেছে।

ইউক্রেনে রকেট হামলা, প্রথম কোন বাংলাদেশি নাগরিক নিহত

ইউক্রেনে রকেট হামলা, প্রথম কোন বাংলাদেশি নাগরিক নিহত

বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।


তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এ জাহাজ।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশি জাহাজটির মতো আরো কয়েকটি জাহাজ সেখানে আটকা পড়েছে।

রোববারও জাহাজটি ওই বন্দরের সামনে নদীতে নোঙর করে রাখা ছিল। জাহাজটি অলভিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।


এরপর জাহাজের একাধিক নাবিক নিজেদের ফেসবুক পেজে পরিস্থিতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা উদ্ধারের আকুতি জানিয়ে সহায়তা চেয়েছিলেন। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube