২০এপ্রিল পর্যন্ত খোলা থাকবে স্কুল, কলেজ।

 

college

রোজায় স্কুল-কলেজ খোলা ২০ এপ্রিল পর্যন্ত 

শুধু রমজান মাসে সপ্তাহে দুই দিন—শুক্র ও শনিবার ছুটি সহকারে নির্দেশনাটি বাস্তবায়নের কথা সোমবার (৪ এপ্রিল) জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ২৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এরপর নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল।


এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়।
 পরে মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হয়। বর্তমানে প্রাক-প্রাথমিকের ক্লাসও চলছে



Schools Bangladesh


২০২০ সালে দেশে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ওই বছরের ১৭ মার্চ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এর ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে। 

এরপর সরকার গত ২১ জানুয়ারি আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হয়। 

এর আগে গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছিলেন, ২০ রমজান পর্যন্ত দেশে সকল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। 



#Schools_Bangladesh

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال