সৌদি আরবে অনলাইন স্টোর খুলতে হলে লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
সৌদি আরবে অনলাইন স্টোরের মাধ্যমে পণ্য বিক্রি করা ব্যক্তিরা সহজেই নিজের অনলাইন স্টোরের জন্য বানিজ্য মন্ত্রণালয় এর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন, অথবা এর পরিবর্তে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্স লাইসেন্স গ্রহণ করতে পারবেন অনলাইন স্টোরের মালিক।
online store
সৌদি আরবের বানিজ্য মন্ত্রণালয় এবং সৌদি মানসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অনলাইনে ই-স্টোর পরিচালনা করতে চান এবং অনলাইন স্টোর এর মাধ্যমে পণ্য বিক্রি করতে চান, তবে অবশ্যই সেই অনলাইন স্টোর এর জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ফ্রিল্যান্স লাইসেন্স গ্রহণ করতে হবে।
online store
সৌদি আরবে অনলাইন স্টোর খুলতে হলে লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
উভয় মন্ত্রণালয় থেকেই সার্টিফিকেট বা লাইসেন্স নেয়ার পূর্বে নিশ্চিত করতে হবে যে ই-স্টোরটি বর্তমানের ই-কমার্স আইন এবং ভোক্তা অধিকার আইন মেনে চলছে।
রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবার জন্য অনলাইন স্টোরটির বেশকিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলো হচ্ছেঃ
- ১) যোগাযোগ এর জন্য কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে।
- (২) ইমেইল থাকতে হবে।
- (৩) চ্যাটিং অপশন থাকতে হবে।
- (৪) ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সুরক্ষিত পেমেন্ট প্রদান এর ব্যবস্থা থাকতে হবে।
- (৫) ক্রেতাকে অনলাইনে অভিযোগ প্রদান করার সুযোগ দিতে হবে।
- (৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতাকে অভিযোগ প্রদান করার সুযোগ রাখতে হ।
- (৭) কোন অভিযোগ এর বিপরীতে কতটুকু সময়ের মধ্যে যোগাযোগ করা হবে সেই বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে হবে।
- (৮) কোন অভিযোগ ঠিক কতটুকু সময়ের মধ্যে সুরাহা হবে সেই বিষয়ে সঠিক সথ্য প্রদান করতে হবে।
- (৯) পেমেন্ট সম্পন্ন হবার পূর্বেই পণ্য ডেলিভারি হবার সঠিক সময় ক্রেতাকে জানাতে হবে।
- (১০) অভিযোগ প্রদান এর সময় ক্রেতা যাতে আরবী ভাষায় অভিযোগ জানাতে পারেন – সেই ব্যবস্থা রাখতে হবে।
- (১১) চ্যাটিং অপশনে আরবী ভাষায় চ্যাটিং করার অপশন প্রদান করতে হবে।
- (১২) সকল পণ্য আরবীতেও প্রদর্শন করা থাকতে হবে।
- (১৩) সহজ এবং পরিষ্কার ভাষায় পণ্য রিটার্ন এবং রিফান্ড পলিসি লেখা থাকতে হবে।
#online_store
Saudi News Bangla