রমজানের প্রথম ১০ দিনে উমরাহ হজ পালন করেছেন ২০ লাখ হাজী
জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে
সহজ এবং সুষ্ঠুভাবেই এই ২০ লাখ উমরাহ হাজীদের গ্রুপিং, উমরাহ হজ পালনের জন্য শিডিউলিং, সবকিছুই সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে রমজানের প্রথম ১০ দিনেই উমরাহ হজ পালন করেছেন ২০ লাখ উমরাহ হাজী।
এছাড়াও শেখ আল-সুদাইস জানিয়েছে, পবিত্র মসজিদদ্বয়ে উমরাহ হাজী এবং মুসুল্লির সংখ্যা স্বাভাবিক সময়ের চাইতে রমজান মাসে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, করোনাভাইরাস এর কারনে বজায় থাকা সকল স্বাস্থ্যবিধি ও নির্দেশনা সহজ করে দেয়ার পর থেকে গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীতে উমরাহ হাজী এবং মুসুল্লিদের প্রবেশ বৃদ্ধি পেয়েছে।
রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে ১৩ লাখেরও বেশি ইফতার বিতরণ করা হয়েছে
পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিনে মদিনার মসজিদে নববীতে ১৩ লাখ ইফতার বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি মুসুল্লিদের মধ্যে বিতরণ করা হয়েছে ১২ লাখ বোতল জমজম কূপের পানি, এবং পাশাপাশি ১৪ হাজার কনটেইনার পানি বিতরণ করা হয়েছে, যেগুলো প্রতিদিন ৩ বার করে রিফিল করা হয়েছে।
রমজান এর প্রথম ১০ দিনে প্রায় ৬০ লাখ মানুষ মসজিদে নববীতে প্রবেশ করেছেন। এর মধ্যে টাইম স্লট অনুযায়ী প্রায় ৩ লাখ মানুষ রওজা শরীফে প্রার্থনা করার সুযোগ পেয়েছেন।
এ বছর হজ করতে পারবেন ১০ লাখ, মানতে হবে দুই শর্ত।
চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। খবর আরব নিউজের।
আজ শনিবার এক টুইটে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
ফাইল ছবি: saa7oo.com
এ বছর হজ করতে পারবেন ১০ লাখ, মানতে হবে দুই শর্ত।
মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
Labbaik Allahumma Labbaik 🕋
We’re honored to welcome one million pilgrims in Hajj 2022
মন্ত্রণালয় বলছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি আরব। একই সঙ্গে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
Source Saudi News
رمضان