লাফিয়ে বাড়ছে সৌদি ব্যাংকে বাংলাদেশি টাকার রেট

 



লাফিয়ে বাড়ছে সৌদি ব্যাংকে বাংলাদেশি টাকার রেট

দেশ আমাদের

দেশের অর্থনীতি খারাপ থাকলে,আমার আপনার পরিবার খারাপ থাকবে।

একবার চিন্তা করুন দেশের টাকার মান খারাপ হওয়ার মানে স্বাভাবিক জীবনযাপনে প্রভাব পড়া।

আপনি প্রবাসীদের কু পরামর্শ দিচ্ছেন দেশে রেমিট্যান্স না পাঠানোর জন্য!

একবার চোখ বন্ধ করে ভাবুন,যাদের উপর রাগ-ক্ষোভ দেখিয়ে কু পরামর্শ দিচ্ছেন,সে সকল নেতাকর্মীরা  সবাই কোটিপতি।

নেতাকর্মীদের কোনো সমস্যা হওয়ার কথা না,টাকার মান কমবে,জিনিসপত্রের দাম বাড়বে এটাই স্বাভাবিক।

এতে নেতা,শিল্পপতিদের লসের কিছু নাই।

আগে পরে তারা ঠিকই তাদের লাভ উঠিয়ে নেবে আপনার কাছ থেকে।

তবে আপনার কি হবে একবার ভাবুন।

ভালো থাকুক দেশ,ভালো থাকুক দেশের অর্থনীতি।

ভালোবাসার বাংলাদেশ।

Previous Post Next Post

نموذج الاتصال