Saudi News Bangla
তাওয়াক্কালনার জন্য জরিমানা দিচ্ছে,কেন এবং কারা দিচ্ছে বিস্তারিত।
সৌদি পুলিশের অভিযান ও ধরপাকড়
সৌদি পুলিশের অভিযান ও ধরপাকড়,জাওয়াযাত এবং মন্ত্রনালয়ের রিপোর্ট
সৌদি আরবে গত এক সপ্তাহে রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন অমান্য করার অপরাধে ১২ হাজার ৪৫৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত),
সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এসকল অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।
বিগত ১২ মে ২০২২ থেকে ১৮ মে, ২০২২ পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবে রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে ৭ হাজার ৮৩৬ জন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে ৩ হাজার ১৩৪ জন, এবং শ্রম আইন ভঙ্গ করার অপরাধে ১ হাজার ৪৮৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি পুলিশের অভিযান ও ধরপাকড়,জাওয়াযাত এবং মন্ত্রনালয়ের রিপোর্ট
তাওয়াক্কালনার জন্য জরিমানা দিচ্ছে,কেন এবং কারা দিচ্ছে বিস্তারিত
সামনে হজ,মক্তব আমেল,পুলিশ ও বলদিয়া যৌথভাবে অভিযান চালাচ্ছে,তাওয়াক্কালনা ও মাস্ক না থাকলে জরিমানা দিচ্ছে প্রতিষ্ঠানে। খেয়াল রাখবেন,আবদ্ধ পরিবেশে মাস্ক পরা বাধ্যতামূলক,প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের তাওয়াক্কালনা ও ইমিউন থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র খোলা পরিবেশে মাস্ক বাধ্যতামূলক নয়। আবদ্ধ পরিবেশে সামাজিক দূরত্ব বাধ্যতামূলক নয়। তবে খেয়াল রাখবেন বদ্ধ পরিবেশের আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে।
তবে খেয়াল রাখবেন বদ্ধ পরিবেশের আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে।
তাওয়াক্কালনার নতুন apps ইনস্টল করার নির্দেশ দেওয়া হচ্ছে
পুরাতন apps এর সকল পরিসেবা নতুন apps পাওয়া যাবে।