প্রবাসীদের পেশা পরিবর্তন ও ৮ টি পেশার নতুন ভিসা বন্ধ কি বলছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রানালয়
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত কুইয়া (QIWA) প্লাটফর্ম সম্প্রতি নির্দিষ্ট কিছু পেশায় কর্মরত প্রবাসীদের পেশা পরিবর্তনে তাদের অনুমতির প্রয়োজন হবে না বলে জানিয়েছে।
ইকামা বা রেসিডেন্সি পারমিটের পেশা পরিবর্তন করার ক্ষেত্রে নির্দিষ্ট ৮টি পেশায় কর্মরত প্রবাসীদের অনুমতি গ্রহণ করার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সৌদি মন্ত্রণালয়।
এই আট ধরনের ব্যক্তিদের প্রফেশন চেঞ্জ করতে তাদের কাছ থেকে কোন প্রকার অনুমতি নিতে হবে না
সৌদি আরবে যে ৮টি ক্ষেত্রে পেশা বদলে প্রবাসীদের অনুমতির প্রয়োজন হবে না সে গুলো হচ্ছে।
- ১) ডাক্তার
- ২) বিশেষজ্ঞ
- ৩) এক্সপার্ট
- ৪) ইঞ্জিনিয়ার
- ৫) বিশেষ এক্সপার্ট
- ৬) কন্ট্রোল টেকনিশিয়ান
- ৭) আমেল এবং
- ৮) আমেল আদি
এই আট ধরনের ব্যক্তিদের প্রফেশন চেঞ্জ করতে তাদের কাছ থেকে কোন প্রকার অনুমতি নিতে হবে না
অর্থাৎ কফিল অথবা কোম্পানি চাইলেই পরিবর্তন করতে পারবেন।
মন্ত্রানালয় বলছে এ ক্ষেত্রে প্রথমবার প্রফেশন চেঞ্জ করতে কোন প্রকার ফি প্রযোজ্য হবে না, দ্বিতীয়বার চেঞ্জ করতে হইলে ২০০০ সৌদি রিয়াল সরকারি ফি জমা দিতে হবে।
এবং, মন্ত্রানালয় বলছে এই ৮ ধরনের ব্যক্তিদের কোন নতুন ভিসা বের হবে না।
এই পেশাগুলো হলো “ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ (Expert), বিশেষজ্ঞ (Specialist), স্পেশালাইজড এক্সপার্ট, মনিটরিং টেকনিশিয়ান, কর্মী, এবং সাধারন কর্মী।
Qiwa কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোন কর্মীর ভবিষ্যতে চাকুরীতে ঢোকার জন্য সঠিক পেশা এবং তার বিবরণ থাকা বাধ্যতামূলক।
বর্তমানে Qiwa প্লাটফর্ম এর মাধ্যমে ৮৫ টিরও বেশি সেবা লাভ করা যাচ্ছে। এই প্লাটফর্মের অন্যতম বড় সুবিধা হচ্ছে এর ফলে প্রবাসী কর্মীরা কর্মচুক্তি শেষ হবার পরে বর্তমান মালিকের অনুমতি ছাড়াই নতুন মালিকের প্রতিষ্ঠানে কাজ শুরু করতে পারবেন।
গত ১২ মে থেকে সকল কর্মীদের ওয়ার্ক কন্ট্রাক্ট Qiwa প্লাটফর্মে ট্রান্সফার এবং নথিভুক্ত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রণালয় সকল কর্মীর ওয়ার্ক কন্ট্রাক্ট Qiwa প্লাটফর্মে নথিভুক্ত করেছেন, এবং এর ফলে যেকোন প্রতিষ্ঠানের মালিক সহজেই তার অধীনস্ত কর্মীর কর্মচুক্তি দেখতে ও পরিবর্তন করতে পারবেন। একইসাথে এরফলে যেকোন প্রবাসী কর্মী কর্মচুক্তির শেষে সহজেই নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন।
#profession #QIWA #Qiwa #Maktab_Amel #Jawazat #SAudi _News
Source Saudi News