সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ২৫৫ জন অবৈধ অভিবাসী গ্রেফতার
গত ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ১৭২৫৫ জন অবৈধ অভিবাসীকে
আটক করেছে সৌদি পুলিশ।
অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জনকে। এর মাঝে ৪৮ শতাংশ ইয়েমেনি, ৪৯ শতাংশ ইথিওপিয়ান, এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়েছে ১৫৭ জনকে।
অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া, পরিবহণ, এবং আশ্রয় প্রদান করে সাহায্য করার অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।