Trending

দেশে অর্থ পাঠাতে ব্যাংকে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের

 

রেমিট্যান্স পাঠাতে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের।

দেশে অর্থ পাঠাতে ব্যাংকে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের। 
বিদেশ থেকে সহজে টাকা পাঠানোর জন্য ব্যাংকগুলো ছুটির দিনেও বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউসগুলো খোলা রাখবে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়।

বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ‘রেমিট্যান্স হাউসগুলো ও ব্যাংকে রেমিট্যান্সের সর্বোচ্চ দর আগের মতোই ১০৭ টাকা থাকবে।
 তবে রপ্তানি বিল সেটেলমেন্ট আগামীকাল (সোমবার) থেকে ৫০ পয়সা বাড়িয়ে ১০০ টাকা কার্যকর হবে।’


দেশে অর্থ পাঠাতে ব্যাংকে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের


তিনি জানান, রপ্তানি আয় নগদায়নে ডলার রেট বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এতদিন এটা ৯৯ টাকা ৫০ পয়সা ছিল। তবে রেমিট্যান্সের রেট ১০৭ টাকা বহাল রাখা হয়েছে।

প্রত্যাশার চেয়ে কম রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয় এবং রেমিট্যান্সের নিম্নমুখী প্রবণতার কারণে সম্প্রতি বাংলাদেশের ব্যাংকগুলো মার্কিন ডলারের ঘাটতির মুখে পড়ে। অক্টোবরে বাংলাদেশে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কমে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার হয়েছে।

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube