সৌদি আরবে নামাজ পড়তে যাওয়ার সময় এক প্রবাসী বাঙালিকে কুকুর কামড়ায়

 

saudi news

সৌদি আরবে নামাজ পড়তে যাওয়ার সময় এক প্রবাসী বাঙালিকে কুকুর কামড়ায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য,,,

গতকাল শুক্রবার এশার নামাজ পড়তে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিকের এক শ্রমিক আহত হন।
তায়েফের "আল-আনকারি মার্কেট" এ একদল বিপথগামী কুকুরের আক্রমণের জন্য,
তাদের একজন তাকে পায়ে কামড় দিতে সক্ষম হয়;
তাকে রেড ক্রিসেন্টের গাড়িতে করে তায়েফের কিং ফাহদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আল-আনকারি মার্কেটে বিদেশি শ্রমিকদের দুর্ভোগ। জনসংখ্যার প্রচুর পরিমাণে বিপথগামী কুকুর রয়েছে যা মার্কেটে ক্রমাগত থাকে।বিশেষ করে রাতের বেলায়,, তাদের হাত থেকে রেহাই পেতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন,, আর জনগণের জীবনের জন্য হুমকি হিসেবে থাকছেন না।


Previous Post Next Post

نموذج الاتصال