গত ৩ডিসেম্বর থেকে ১১ডিসেম্বর পর্যন্ত ১৪২৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সৌদি পুলিশ
আটক করেছে সৌদি পুলিশ।
প্রবাসীরা আরো বেশি সাবধান হোন, এই সপ্তাহে আরো ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেখুন সৌদি মন্ত্রানালয়ের রিপোর্ট
অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে৪৩৮জনকে। এর মাঝে ৪৩শতাংশ ইয়েমেনি, ৪৮শতাংশ ইথিওপিয়ান
অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়েছে১১৭ জনকে।
অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া, পরিবহণ, এবং আশ্রয় প্রদান করে সাহায্য করার অপরাধে ২১জনকে গ্রেফতার করা হয়েছে।
গত এক সপ্তাহে সৌদিতে অভিযানে আটক ১৪২৫৩জন। যার মধ্যে ইকামা না থাকায় ৮৬১০জন আটক।