ব্রেকিং নিউজ বাদশাহ সালমান কয়েদিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা দিল।
আসসালামু আলাইকুম,রমজান মোবারক।আশা করি সবাই ভালো আছেন।
গত বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জেলের ভিতরে যে সকল নারী -পুরুষ ছোট খাট অপরাধে বা টাকা পয়সা জনিত লেনদেনর অপরাধে আটক আছেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।আর সেটির বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে।
Breaking News
ব্রেকিং নিউজ বাদশাহ সালমান কয়েদিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষনা দিল।
আপনারা এই খবর টি ইসক্রিন থেকে পড়ে নিতে পারেন।এবং সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র যারা ছোট খাট অপরাধে জড়িত বরং যারা বড় বিপদজনক অপরাধে জড়িত তাদের ক্ষেত্রে নয়।এবং এটি বাস্তবায়ন শুরু করেছে কতৃপক্ষ।এতে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা সাধারণ ক্ষমা পেয়ে ছাড়া পাবেন বা অনেক কেই দেশে পাঠিয়ে দিবেন।ধন্যবাদ জানাই সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কে এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য।ভালো থাকবেন।
Saudi News Source
Essa Sheikh Reporter - saa7oo