হঠাৎ ফাইনাল এক্সিট গায়েব কিভাবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আপনারা ভালো আছেন।
গত মাসে আবসির আপডেট হওয়ার পরে অনেকের আবসিরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।
যেমন যাদের চার-পাঁচ বছর আগে ফাইনাল এক্সিট লেগে গিয়েছিল তাদের ফাইনাল এক্সিট আর দেখাচ্ছে না। যারা বাংলাদেশী তাদেরকে পাকিস্তানি বা হিন্দি দেখাচ্ছে।অনেকের জিয়ারা ভিসার তারিখ সরিয়ে সৌদি আরব থেকে চলে যাওয়ার তারিখ দেখাচ্ছে। ধর্ম মুসলিম হয়েও অমুসলিম দেখাচ্ছে।
আর এসব সমস্যা দেখাচ্ছে শুধুমাত্র আবসির আপডেট হওয়ার কারণে। আর এই সুযোগেই দালাল বা প্রতারকরা লক্ষ লক্ষ প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে ফাইনাল এক্সিট কেটে দিয়েছে বলে।
আসল তথ্য পেতে আপনি ক্লিক করুন www.absher.sa
কোনভাবেই সম্ভব না অটোমেটিক ফাইনাল এক্সিট কেটে যাওয়ার। এটা একমাত্র সম্ভব আপনার কফিলের মাধ্যমে। ফাইনাল এক্সিট লাগালে যেমন মেসেজ আসে তেমনি এক্সিট কেটে গেলেও মেসেজ আসবে। তাই প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকবেন।
ধন্যবাদ।
Essa