ফাইনাল এক্সিট নিয়ে প্রবাসী ভাইদের জন্য বিশেষ কিছু তথ্য।

 

Final Exit

ফাইনাল এক্সিট নিয়ে প্রবাসী ভাইদের জন্য বিশেষ কিছু তথ্য।


আসসালামালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভাল আছেন। 
আজকাল সৌদি আরবে আমাদের বাংলাদেশী ভাইদের একটা ভীষণ বড় সমস্যা হচ্ছে ফাইনাল এক্সিট। এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রে নয় সব দেশের মানুষের ক্ষেত্রে বিদ্যমান।
 এই ফাইনাল এক্সিট থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে আপনার কফিল। যদি আপনার কফিল আপনাকে ৪-৫ বছর আগে ফাইনাল এক্সিট দিয়ে থাকছে হলে দেশে চলে যাওয়া ছাড়া কোন বৈধ উপায় নেই।

আর যদি রিসেন্ট বা ইদানিং ফাইনাল এক্সিট দিয়ে থাকছে হলে , যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে ফাইনাল এক্সিট দেয়ার ৬০ দিনের মধ্যে এক্সিট উঠানো যাবে। আর যদি ৬০ দিনের বেশি হলে ইকামার মেয়াদ থাকা অবস্থায় জরিমানা দিয়ে এক্সিট তুলে নিতে হবে। আর এসব কিন্তু সম্ভব একমাত্র আপনার কফিল দিয়ে। 

Final Exit

অনেকেই অবৈধ পথ অবলম্বন করে বলে থাকেন এক্সিট তুলে নিয়েছে কিন্তু এটা সত্য নয়। 
আর কোন কিছু যদি সম্ভব না হলে এক্সিট দেওয়ার সাথে সাথে চলে গিয়ে আবার ৬০ দিনের মধ্যে আসতে পারবেন।
প্রবাসী ভাইয়েরা নিজের উপার্জিত কষ্টের টাকা কে দালালদের হাতে তুলে দিবেন না। ভালো থাকবেন
Essa

1 Comments

  1. আমি সৌদি তে আছি,আমার সন্দেহ রয়েছে যে আমার নামে মামলা রয়েছে,তবুও আমি আউটপাস এপ্লাই করেছি,এবং আউটপাস পেয়েছি,আমি আবশের ও নাফাত এর মাধ্যমে চেক করেছি,কোনো মামলা শো করছে নাহ,এখন আমি কি বাংলাদেশ এ যেতে পারবো?.নাকি আমার মামলা আছে দেখাচ্ছে না এই কারনে এয়ারপোর্টে আটকাবে

    ReplyDelete
Previous Post Next Post

نموذج الاتصال