প্রবাসী ভাইয়েরা যারা নিজ গাড়ি নিয়ে ভাড়া বা মিশওয়ার নিচ্ছেন তাদের জন্য সতর্কীকরণ
প্রবাসী ভাইয়েরা যারা নিজ গাড়ি নিয়ে ভাড়া বা মিশওয়ার নিচ্ছেন তাদের জন্য সতর্কীকরণ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
সৌদি আরবে যারা নিজ গাড়ি নিয়ে ভাড়া বা মিশওয়ার নিচ্ছেন , বিশেষ করে যারা মক্কা -জেদ্দা ,বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে মক্কায় নিয়ে যাওয়া, আবার মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া, বিভিন্ন চেকপোস্ট পারাপার করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া এ সমস্ত কাজে জড়িত তাদের প্রতি সৌদি মরুর এবং পরিবহন মন্ত্রণালয় বা মাওয়াছালাত কঠোর আইন প্রয়োগ করেছে।
তাদেরকে হাতেনাতে ভাড়া নিয়ে ধরতে পারলে উচ্চ জরিমানার আইন প্রয়োগ করেছেএবং গাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছে । তাই প্রবাসী ভাইয়েরা একটু সাবধান থাকবেন। ভালো থাকবেন।
Reporter "
Essa - saa7oo.com