Breaking news
আজ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা শুরু ১৫ মে / ২৫ শাওয়াল।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভাল আছেন। আজ থেকে শুরু হচ্ছে মক্কায় প্রবেশ নিষেধাজ্ঞ।
প্রবাসী ভাইয়েরা যাদের ইকামা মক্কার বা ইস্যুর স্থান মক্কা এবং যাদের কফিল মক্কায় থাকে, কোম্পানি মক্কা বা কর্মস্থান মক্কা তাদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা নেই।
ব্রেকিং নিউজ,প্রবেশ নিষেধাজ্ঞা শুরু আজ থেকে।
আইন অমান্য করে প্রবেশ করলে ১০ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিবে।
আর যাদের ওমরাহ পারমিশন সাথে থাকবে তাদেরও প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে না। কোন গাড়ির যদি মক্কায় প্রবেশের অনুমতি বা তাছরিহ না থাকলে তাকে চেকপয়েন্ট থেকে ফেরত দিয়ে দিবে। আপনারা জানেন, করোনার পরবর্তীকালীন সময় থেকে এই বছর হজ্ব যাত্রী সবচেয়ে বেশি হবে (ইনশাআল্লাহ) । গত বছর অনেকেই পারমিশন ছাড়াই হজ্ব পালন করেছে এবং অনেকেই ধরা পড়েছে। ধরা পড়লে কিন্তু শাস্তি খুবই কঠোর। আজ থেকে চেকপোস্টের প্রবেশে নিষেধাজ্ঞ থাকবে যিলহজ্ব মাসের ৯ তারিখ বা ২৭শে জুন পর্যন্ত অর্থাৎ আরাফাতের দিন পর্যন্ত। আরফাতের দিনের পরপরই মক্কায় প্রবেশ করা যায়।
ধন্যবাদ, ভালো থাকবেন।
আইন অমান্য করে প্রবেশ করলে ১০ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিবে।
Essa Reporter
Saudi News Source
আজ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা শুরু হয়েছে!
অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না,চলবে ঈদের দিন পর্যন্ত।
ব্রেকিং নিউজ" আজ থেকে প্রবেশ নিষেধাজ্ঞা শুরু।
নিয়ম অমান্য করলে জরিমানা ও হাতের চাপ নিবে।