হঠাৎ হুরুব গায়েব,এর কারন কি?
হুরুব কোথায় গেল?
হঠাৎ হুরুব গায়েব। আসল কারণ কি জেনে রাখেন। না হলে প্রতারিত হবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে দেখাচ্ছে যে, হরুব নাকি অটোমেটিক কেটে দিয়েছে সৌদি সরকার।
নতুন নিয়ম লাইভে এসে জেনে নিন
হুরুব কই গেলো? এক্সিট কফালা হবে? নতুন হুরুব কি?
টার্মিনেট অটোমেটিক কিভাবে? মক্কা শরিফে আসলে কি হবে?
গত এক মাস আগে আমরা প্রবাসী ভাইদের জানিয়ে দিয়েছি যে, যখন Absher আপডেট হয় তখন মানুষের ব্যক্তিগত তথ্য উলটপালট দেখায়। ধর্ম মুসলিম হয়েও ভিন্ন ধর্ম দেখায়। যিয়ারা ভিসায় যারা সৌদি আরব এসেছে তাদের ভিসার মেয়াদ থাকার পরেও সৌদি আরব ত্যাগ করার সময় দেখাচ্ছে। Absher এ My Visa তে গেলে কোন ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে। গত ২/৩ দিন থেকেই যারা ডোমেস্টিক ভিসাধারী যেমন হাউজ ড্রাইভার, হারেছ, আমেল মঞ্জিলদের হুরুব অটোমেটিক কেটে দিয়েছে সৌদি সরকার এমন গুজব ছড়াচ্ছে। আসলে যেটা আপনাদেরকে বললাম, Absher আপডেটের কারণে হুরব দেখাচ্ছে না অনেকেরই। আর এই সুযোগেই অনেক দালাল এবং প্রতারকরা হাজার হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে প্রবাসী ভাইদের কাছ থেকে। কারও শোনা কথায় কান না দিয়ে বা কাউকে টাকা দেওয়ার আগে জাওয়াযাত বা মক্তবের মাধ্যমে ইকামার প্রিন্ট তুলে হুরব আছে কিনা উঠে গেছে তাই চেক করুন।
ধন্যবাদ। ভালো থাকবেন।
Essa Reporter