হঠাৎ জাওয়াযাতের ইকামা কার্ড সংক্রান্ত সেবা বন্ধ। বিপদে প্রবাসীরা।
আসালামুআলাইকুম রাহমাতুল্লাহ।
আশা করি আপনারা ভালো আছেন ।
হঠাৎ জাওয়াযাতে ইকামার কার্ড সংকটের কারণে ইকামা কার্ড প্রিন্ট হচ্ছে না। অন্যদিকে মরুর সেকশনেও লাইসেন্স নবায়ন হওয়ার পরেও কার্ড প্রিন্ট হচ্ছে না। তাওয়াক্কালনা এবং আবসিরে নতুন কার্ড দেখাচ্ছে লাইসেন্সের এবং নবায়ন তারিখও দেখাচ্ছে।
হঠাৎ হুরুব গায়েব। আসল কারণ কি জেনে রাখেন। না হলে প্রতারিত হবেন।
আবার অনেক সময় কফিলেরা গাফেলতি করে কার্ড উঠিয়ে নিয়ে আসে না। তাই ইতিমধ্যে যখন কোন কফিল বলবে কার্ড পাওয়া যাচ্ছে না কথাটা সত্য। যদি কোন দালাল বা প্রতারকরা কার্ড প্রিন্ট করে দিবে বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয় আর যদি সে ইকামা কার্ড প্রিন্ট করে থাকে তাহলে আপনি তাওয়াক্কালনা এবং আবসিরে গিয়ে চেক করে নিবেন ভার্সন নাম্বার চেঞ্জ হয়েছে কিনা ।
যদি সে সত্যিকারে নতুন কার্ড প্রিন্ট করে থাকে তাহলে ভার্সন ৩ ভার্সন ৪ বা ভার্সন ৫ লেখা থাকবে মানে প্রত্যেক বার প্রিন্টে ভার্সন নাম্বার ক্রমগতিতে উপরের দিকে উঠবে।
কিন্তু এই কার্ড সমস্যা সব সময় থাকে না। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ। ভালো থাকবেন
Read More : এখন ব্যাংকের একাউন্ট খোলা বা ন্যাশনাল অ্যাড্রেস নিবন্ধনের কাজ সহজ হয়েছে আবসিরের মাধ্যমে
Essa Reporter