হঠাৎ ওমরাহ ভিসা বন্ধ করে দিল সৌদি হজ মন্ত্রণালয়।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
কোন ধরনের অগ্রিম ঘোষনা ছাড়াই ওমরাহ ভিসা বন্ধ করে দিল সৌদি হজ্ব মন্ত্রণালয়। গত এক সপ্তাহ ধরে যারা ওমরাহ ভিসা আবেদন করেছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের অনেকেরই ভিসা পেন্ডিং ছিল। ধারণা করা হয়েছিল, টেকনিকেল বা সার্ভার
জনিত কোন সমস্যার কারণে পেন্ডিং ছিল। কিন্তু আজ অফিসিয়ালি সৌদি হজ্ব মন্ত্রণালয় এজেন্সি দের কাছে নোটিশ পাঠিয়েছে যে , আজ থেকে ওমরাহ ভিসা বন্ধ । একেবারেই ওমরাহ ভিসার কাজ চালু করা হবে হজ্বের পরে। তাই প্রবাসী ভাইয়েরা যারা আপন জন বা আত্মীয় স্বজনকে ওমরাহ তে নিয়ে আসার উদ্দেশ্যে এজেন্সিদের কাজ দিয়েছেন তারা সতর্কতার সাথে কাজ সম্পন্ন করে নিবেন।
ভালো থাকবেন।
Reporter Essa
Umrah Visa