Trending

আপনি কিভাবে গাড়ির ইস্তি মারা নবায়ন করবেন Absher এর মাধ্যমে?

 

আপনি কিভাবে গাড়ির ইস্তি মারা নবায়ন করবেন Absher এর মাধ্যমে?

আপনি কিভাবে গাড়ির ইস্তি মারা নবায়ন করবেন Absher এর মাধ্যমে?

এই বিষয়ে আজকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করা হবে।

Absher এর মাধ্যমে কিভাবে গাড়ির ইস্তেমারা নবায়ন করবেন, কিভাবে ফি পরিশোধ করবেন ব্যাংকের মাধ্যমে তা বিস্তারিত ব্যাখ্যা করা হবে।

  • প্রথমে আপনি নিজ ,ব্যাংক একাউন্টে প্রবেশ করুন কেননা ইছতেমারা নবায়নের পূর্বশর্ত হচ্ছে ফি পরিশোধ।
  • দ্বিতীয়তে সরকারি পেমেন্ট নির্বাচন করুন।
  • তৃতীয়তে যে আইটেম গুলো দেখাচ্ছে ওইখানে গাড়ির রেজিস্ট্রেশন নবায়নের অপশনটি নির্বাচন করুন ‌।
  • চতুর্থ ধাপে ইকামার নাম্বার লিখুন এবং গাড়ির ইছতেমারা বা রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে ওই নাম্বারটা লিখুন।
  •  পঞ্চম ধাপে ফ্রী পরিশোধ করুন।



এর পরে Absher  মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশন কার্ড বা ইস্তেমার  নবায়ন করতে হবে। 

  • www.absher.sa তে গিয়ে নিজ একাউন্টে প্রবেশ করুন।
  • দ্বিতীয়তে গাড়ি নির্বাচন করুন।
  • তৃতীয়তে গাড়ির বিভাগ নির্বাচন করুন। 
  • চতুর্থ ধাপে যে গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বা ইস্তেমারা নবায়ন করবেন ওই গাড়ি নির্বাচন করুন।
  • পঞ্চম ধাপে গাড়ির রেজিস্ট্রেশন ফি  পরিশোধ করুন ।
  • ষষ্ঠ ধাপে আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড নাবায়ন হয়ে যাবে যদি আপনি ধার্যকৃত ফি পরিশোধ করে থাকেন।
  •  আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বা ইসতেমারা নবায়নের পরে আপনি চাইলে সৌদি পোস্ট কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আপনার নিজ ঘরে বা অফিসে বা যে কোন ঠিকানায়  আপনার কার্ডটি পেতে পারেন  কুরিয়ার সার্ভিসের নির্দিষ্ট ফি পরিশোধ করে।



গাড়ির ইছতেমারা   রেজিস্ট্রেশন কার্ড নবায়নের আরেকটি পূর্ব শর্ত হচ্ছে গাড়ির কম্পিউটার বা ফাহছ ওর তামেইন  এর মেয়াদ থাকতে হবে।

এই হলো গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বা ইসতেমারা নবায়নের পদ্ধতি।  শেয়ার করে সকল প্রবাসী ভাইদের জানার সুযোগ দিন।
ধন্যবাদ ,ভালো থাকবেন।
Essa
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube