Trending

সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশী জেদ্দা থেকে আজ রাতে ঢাকা রওনা দিবেন 08/05/2023

 সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশী জেদ্দা থেকে আজ রাতে ঢাকা রওনা দিবেন

সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশী জেদ্দা থেকে আজ রাতে ঢাকা রওনা দিবেন

সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশীকে জেদ্দায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে খাবার, চিকিৎসাসহ সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে ও দেশে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আজ রাত ১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ সকল বাংলাদেশীরা দেশে ফিরে যাবেন।


সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশী জেদ্দা থেকে আজ রাতে ঢাকা রওনা দিবেন

রিয়াদ, ০৭ মে, ২০২৩; সুদান থেকে প্রত্যাগত ১৩৫ বাংলাদেশী নাগরিক আজ রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশী নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে আজ জেদ্দা পৌঁছেছে।

সুদান থেকে সৌদি এয়ারফোর্সের দুটি বিমানে আজ দুপুরে মোট ৭০ জন বাংলাদেশী  জেদ্দা পৌঁছান। এছাড়া বিকেলে আরও একটি বিমানে ৬৫ জন বাংলাদেশী যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি বিমান জেদ্দা পৌঁছে । সুদান থেকে আগত এসকল বাংলাদেশীদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন। এ সকল বাংলাদেশীদের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ সকল বাংলাদেশীদের সবরকম সহায়তা দিচ্ছেন। 

সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশী নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।



যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশী জেদ্দা পৌঁছেছে



রিয়াদ, ০৭ মে, ২০২৩; যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশী নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এ সময় এসকল বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন। 

সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জন সহ মোট ৭০ জন বাংলাদেশী  জেদ্দা পৌঁছান। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশী যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে বলে জানা গেছে। সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশী এ সকল নাগরিকদের আজ রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এ সকল বাংলাদেশীদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। 

সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশী নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।


Embassy of Bangladesh Riyadh /  Source

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube