প্রবাসী কার্ড থাকলে মাসিক ভাতা ২৫০০ টাকা নিয়ে সরকারের সতর্কবার্তা।

 

BMET

প্রবাসী কার্ড  থাকলে মাসিক ভাতা ২৫০০ টাকা নিয়ে সরকারের সতর্কবার্তা।


আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কয়েকজন মানসিক প্রতিবন্ধী tiktoker রা এই রকম ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে এবং লোকজন বিভিন্ন প্রতারকের ফাঁদে পড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই কারণে আজকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করেছে যে, আমরা কাউকে ২৫০০ টাকা ভাতা দিচ্ছিনা। তাই আপনার কাছে যদি বিএমইটি বা প্রবাসী কল্যাণ বোর্ড থেকে বলে কোন কল আসে প্রবাসী কল্যাণ কার্ড বানানোর জন্য তাহলে তাদেরকে কোনভাবেই কোন  কাগজপত্র দিবেন না এমনটাই সতর্ক করা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে। আসলে বিএমইটি কাউকে কল করে না ।

ধন্যবাদ, সতর্ক থাকবেন।

Essa

BMET থাকলে ২৫০০ টাকা মাসিক ভাতা,এই নিয়ে বিশেষ সতর্কবার্তা। সাবধান প্রবাসীরা" প্র_তার_ণা.

Previous Post Next Post

نموذج الاتصال