Trending

'প্রবাসী কল্যাণ' কার্ড বা 'BMET' কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন।

 

'প্রবাসী কল্যাণ' কার্ড বা 'BMET' কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন।

'প্রবাসী কল্যাণ' কার্ড বা 'BMET' কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
'প্রবাসী কল্যাণ' কার্ড বা 'BMET' কার্ড থাকলে নিম্নলিখিত সুযোগ সুবিধা পাবেন। যেমন:


১. বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের বিভিন্ন আইন কানুন ও রীতিনীতি ভাষা, আবহাওয়া-পরিবেশ, অধিকার- কর্তব্য ইত্যাদি সম্পর্কে প্রাক বহির্গমন ব্রিফিং প্রদান।
২. বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে কর্মীদের নিরাপদ বিদেশ গমন ও প্রত্যাবর্তনে সহায়তা প্রদান।
৩. প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান।
৪. প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
৫. দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদান।
৬. প্রবাসে আটকে পড়া কর্মীদের মুক্তকরণ সহ দেশে ফেরত আনয়ন।
৭. পঙ্গু ও অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান।
৮. প্রবাসে অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান‌ ।
৯. প্রবাসে অসুস্থ/মৃতকর্মীদের পরিবহনে বিমানবন্দর হতে এম্বুলেন্স সুবিধা প্রদান।
১০. বিমানবন্দর হতে মৃতের স্বজনদের নিকট লাশ হস্থানান্তরের সময় লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান।
১১. বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।
১২. প্রবাসে মৃতকর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/ইন্সুরেন্স/বকেয়া বেতন/সার্ভিস বেনিফিট আদায় এবং ওয়ারিশদের নিকট বিতরণ।
১৩. প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা এবং নানাবিদ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান।
১৪. প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান  ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদান।
১৫. এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে হাউজ লোন, পেনশন স্কিম এবং ক্ষতিগ্রস্থ কর্মীর পুনর্বাসন ভবিষ্যৎ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে।
  ধন্যবাদ ,ভালো থাকবেন।

BMET

Essa
author-img
Saa7oo

Comments

      3 comments
      Post a Comment
      • Anonymous
        Delete Comment
        • Anonymous
          Delete Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube