এক্সিট দিয়ে ইকামা বানালে কি হয় ?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
রুখছাতুল আমেল বা ফাইনাল এক্সিট হচ্ছে মক্তব আমেলের সিস্টেম তা আপনার কফিল আপনাকে এক্সিট লাগিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ইকামা বানিয়ে দিচ্ছে।
এই ইকামার মেয়াদ ১ বছর,২ বছর অনেক সময় ৩ বছরেরও হয়ে থাকে। কিন্তু এরপর আর ইকমা হবে না।
কফিলেরা যে কারণে এরকম করে তা জানা অত্যন্ত জরুরী। অনেক কফিলেরা চাই না যে তার কর্মী দীর্ঘ সময় সৌদি আরবে থাকুক। আবার অনেক কোম্পানি বা কফিল ইকামা নবায়নের ফি বা মক্তব আমেলের ফি বেশি আসছে বলে এই নিয়মে ইকামা বানাচ্ছে ।
অনেকেই মনে করেন যে আপনার কফিল আপনাকে ২ বছরের ইকামা বানিয়ে দিয়েছে কিন্তু ফাইনাল এক্সিট দিয়ে। এ ধারনাটা ভুল। সাধারণ সিস্টেমে ২ বছরের ইকামা করা যায়। এইসব কনফার্ম করে নিতে হবে আপনার কফিলের মাধ্যমে।
আসলে এক্সিট দিয়ে বানালে কি হয়?
প্রবাসী ভাইয়েরা রুখছাতুল আমেল বা ফাইনাল এক্সিট দিয়ে যদি আপনার ইকামা বানাই তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করতে হবে। যাওয়ার সময় আবারো কি ফাইনাল এক্সিট লাগাতে হবে সে সম্পর্কে কোন ধারণা নেই। এই পদ্ধতি কোন নতুন পদ্ধতি নয়, এটা পুরাতন সিস্টেম। পরিশেষে বলা যায় যে, এইসব ব্যাপারে আপনি আপনার কফিল বা কোম্পানি থেকে ভালোভাবে বুঝে নিতে পারবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।
Essa