সৌদি আরবে নতুন করে আসতে পারবেন কিনা জেনে নিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আপনারা ভালো আছেন।
যারা সৌদি আরব থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে দেশের ফেরত যাচ্ছে তারা সৌদি আরবে পুনরায় আসতে পারবে কিনা বা কি নিয়মে এবং কিভাবে আসতে হবে তা বিস্তারিত জানাবো।
বিগত বছরগুলোতে যারা বৈধভাবে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে গেছে তারা পুনরায় আসতে পেরেছে, বর্তমানেও আসছে এবং ভবিষ্যতেও আসতে পারবে।
মনে করেন, আপনার কফিল আপনাকে ইকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিচ্ছে এবং যেইদিন থেকে আপনাকে ফাইনাল এক্সিট দিছে সেইদিন থেকে ৬০ দিন আপনি সৌদি আরবে থাকার সুযোগ পাবেন।
আর আপনার আবসিরে Exit Before বলে একটা তারিখ জাওয়াযাত উল্লেখ করে দিবে অর্থাৎ ওমুক তারিখের আগে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। আবার অনেক সময় পাসপোর্টের মেয়াদের উপর ভিত্তি করে ফাইনাল এক্সিটের মেয়াদ কম হয় ।
মনে করুন ,আপনার পাসপোর্টের মেয়াদ মাত্র ২০ দিন আছে। এই ২০ দিনের উপর ভিত্তি করে আপনাকে এক্সিটের মেয়াদ দিবে ২০ দিন যাতে করে আপনি পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরব ত্যাগ করতে পারেন।
আর যদি আপনার পাসপোর্টের যথেষ্ট মেয়াদ থাকে তাহলে আপনার কফিল যেদিন থেকে ফাইনাল এক্সিট লাগাবে সেদিন থেকে ৬০ দিনের মধ্যে কোন একদিন চলে গেলে আপনি পুনরায় সৌদি আরব আসতে পারবেন।
আপনি আবসিরে গিয়ে My Visa তে ফাইনাল এক্সিট দেখতে পাবেন এবং Exit Before তারিখটা দেখতে পাবেন অর্থাৎ ওই তারিখের আগে আপনি চলে গেলে আবার পুনরায় আসতে পারবেন। আবার যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ ৬০ দিনের মধ্যে আপনি দেশে ফিরে যাননি তাহলে ৬১তম দিন থেকে আপনি সৌদি আরবের আইন লঙ্ঘনকারী হয়ে যাবেন এবং আপনার উপর ১০০০ রিয়াল জরিমানা করা হবে ।
আর যদি আপনার কফিল মনে করে ফাইনাল এক্সিট রিস্ট্যান করে দিবে তাহলে ১০০০ রিয়াল জরিমানা দিয়ে ফাইনাল এক্সিট রিস্ট্যান করতে পারবে তবে অবশ্যই ইকামার মেয়াদ থাকতে হবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে ফাইনাল এক্সিট রিস্ট্যান করা যাবে না এবং আপনি সৌদি আরবে অবৈধ প্রবাসী হয়ে যাবেন।
আবার দূতাবাসের মাধ্যমে যারা দেশে যাচ্ছেন তাদের মধ্যে দুই ধরনের লোক সৌদি আরবের পুনরায় আসতে পারবে। তারা হলো যাদের ইকামা হয় নাই এবং যাদের ইকামার মেয়াদ শেষ কিন্তু কোন ধরনের এক্সিট বা হূরূপ নেই।
দূতাবাসের মাধ্যমে মক্তব আমেলের সহযোগিতায় যারা ফাইনাল এক্সিট লাগাই ইকামা না থাকার কারণে বা ইকামার মেয়াদ না থাকার কারণে তাদেরকে মক্তব আমেল থেকে সুযোগ দেওয়া হয় তারা যে কোন সময় সৌদি আরব আসতে পারে।
আর যারা হুরুব প্রাপ্ত তারা দেশে গেলে পুনরায় নতুন করে আসার কোন সুযোগ নেই।
ধন্যবাদ, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম আমি সৌদিআরবিয়া জায়ার পরে একামা হয় নাই পাসপোর্ট নাকি হরুভ দিছে আমি পাইনাল একজিটে ছলে আসি ২০২২ সালে এখন কি আবার সৌদি ডোকতে পারব??
ReplyDeleteহজ্ব ওমরা ছাড়া সৌদিতে প্রবেশ করতে পারবেন না।যদি আগে হুরুব ছিলো এমন হয়।
Deleteযদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
Assalamualikum
DeleteBro amar hurub celo ami jawajat Bangladesh imbasi hoye acci akhon koto bosor aste parbona saudi arb Iqama namber 2474720428
MD ABDUR RAZZAK MD JALAL UDDIN
DeleteFINAL EXIT
khroog nehaya
ভাই আমার ইকামার মেয়াদ শেষ হোয়েগেছে ১৪/০৬/২০২৪ তারিখে। আমি নতুন এসেছি কম্পানি আমাকে আপসির খুলে দিয়েছে হাতে ইকামা দেইনি ৩ মাসের ফ্রি ইকামা। আমাকে হুরুপ মেরেছে কি না সেটা কেমনে চেক কোরবো। 2570545091 ইকামা নাম্বার
ReplyDeleteMD SIFUL ISLAM
DeleteKofil Name: شركة الخدمة السريعة للخدمات اللوجستية
আচ্ছালামুয়ালাইকুম" শুভ সকাল
আপনার আকামায় হুরুব নাই।
দয়া করে আপনি আপনার স্থানীয় মক্তব আমেল এবং বাংলাদেশ দূতাবাস যান।
আমি সউদিতে গিয়ে একামা পাইনি আমার কপিল আমায় একামা দেয় নি হুরুপ করে দিছিলো পরে করনা কালিন ধরা দিয়ে দেশে এসছি এখন প্রায় ৪ বসর এখন কি আমি সউদিতে আস্তে পারবো স্যার একটু জানাবেন ধন্যবাদ
ReplyDeleteআপনি আপনার পুরাতন কফিলের কাছে আসতে চাইলে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে হবে।
Deleteভাই, আমি সউদি গিয়েছিলাম পাঁচ বছর আগে দালালের মাধ্যমে। তিন মাস পর জানতে পারি আমার আকামা হয়েছে, দালাল আমার কাছে আকামার ছবি পাঠাই। এর এক মাস পর কফিল আমাকে হুরুব দেয়। কিছুদিন পুলিশ আমাকে ধরে জেলে রাখে। এক সপ্তাহ পরে দেশে পাঠায়।
ReplyDeleteএখন কি আমি আবার সউদি যেতে পারব। কতদিন পরে যেতে পারব?
যদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
Deleteআপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
আপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
2024101620
ReplyDeleteআসসালামু আলাইকুম ভাই আমার আমেল গায়েব হুরুপ ছিলো আমি নিজে পুলিশের কাছে ধরা দিয়ে ৭ দিনের মাথায় দেশে চলে আসি আসার পর আজ ৬ বছর হলো আমি কি আবার সৌদি ডুকতে পারবো
Delete
Deleteআপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
আপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
আসসালামুয়ালাইকুম স্যার আমার হুরুব ছিলো
ReplyDeleteআমি ২০২২ এ জাওয়াজাত অফিসে গিয়ে ফাইনাল এক্সিটে দেশে ফিরি,এখন কি পুনরায় প্রবেশ করতে পারবো স্যার
দয়া করে জানাবেন
iqama Number 2471103792
SOHEL RANA MOKBUL HOSSAIN
Deleteযদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
আসসালামুয়ালাইকুম ভাই আমি ২০২২ সালে সৌদি আরব গিয়েছিলাম একমাস পরেই আমাকে রুম থেকে ধরে দেশে পাঠিয়েছে আমার আকামায় কোনো হুরুপ নাই আমি আবার সৌদি আরব যেতে পারবো আর কত দিন পরে যেতে পারবো প্লিজ যানাবেন
ReplyDeleteআপনি আপনার পুরাতন কফিলের কাছে আসতে চাইলে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে হবে।
Deleteআর যদি আপনি বৈধ উপায়ে ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে গেছেন তাহলে পুনরায় সৌদি আরবে আসতে কোন ঝামেলা হবে না।
ভাই আমার ইকামায় absent from work হুরুব ছিল,আমি পুলিশে ধরা দিয়ে দেশে চলে আসছি ২ বছর হচ্ছে ,নতুন করে ভিসা নিয়ে কী সৌদিতে আসতে পারব?
ReplyDeleteআপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
Deleteআপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
আমি সৌদি আরব থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশে আসছি তিন বছর হয়ে গেছে আমি কি নতুন করে যেতে পারবো একটু পরামর্শ চাচ্ছি আকামা নাম্বার 2379979459
ReplyDelete-MOHAMMAD MOHAMMAD MIAH SENO
ReplyDeleteযদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
ভাই আমি লিগ্যাল ভাবে স্পেশাল নিয়ে আসছি কিন্তু আমার গ্রুপ ছিল ভাই আমি কি নতুন ভিসা নিয়ে গেলে সমস্যা হবে একটু জানাবেন ভাই প্লিজ 2379979459
Deleteআসসালামু আলাইকুম ভাই আমার আমেল গায়েব হুরুপ দিছিলো আমি নিজে পুলিশের কাছে ধরা দিয়ে ৭দিনের মধ্যে দেশে চলে আসি আসার পর ৬বছর হয়ে গেছে আমি কি আবার সৌদি যেতে পারবো 2327726200 আকামা নামবার
DeleteNAYAMUL HASAN ABDUL ALI
Deleteআপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
আপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
কোম্পানিতে থাকতেই ফাইনাল এক্সিট মেরেছিল আকামার মেয়াদ থাকতেই কিন্তু কোম্পানি জানায়নি দুই বছর কাজ করাইছে আকামা না বানিয়ে দাওয়াই ২-৩ বছর কাজ করে নিজে দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট কাটিয়ে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে ৬০ দিনের মধ্যে বাংলাদেশে ফিরেছি এখন কি আমি আর সোদি যেতে পারবো।একামা নাম্বার 2469218594 ভাই যেতে পারবো কিনা একটু দয়া করে জানাবেন আমার কোম্পানির রেড কালার ছিল রেড কালার
ReplyDeleteMD HOSEN ALI
Deleteআপনাদের কাগজপত্র সবকিছু ঠিক থাকলে আউটপাস লেগে গেলে আপনাদের মোবাইলে মেসেজ আসবে আপনাদেরকে জানানো হবে ।অনেক সময় 2 মাস বা 3 মাসও লেগে যায়।
ভাই আমি তো বাংলাদেশে ফিরে এসেছি দোতা বাসের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে এখন কি আমি সৌদি আরব যেতে পারব সেটাই জানতে চাচ্ছি ভাই দয়া করে জানাবেন। 2469218594 ইকামা নাম্বার
ReplyDeleteMOHAMMAD MOHAMMAD MIAH SENO
Deleteআর যদি আপনি বৈধ উপায়ে ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে গেছেন তাহলে পুনরায় সৌদি আরবে আসতে কোন ঝামেলা হবে না।
আপনি যেকোনো সময় নতুন ভিসা নিয়ে আসতে পারেন,চূড়ান্ত প্রস্থান ভিসার মাধ্যমে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করলে।
আসসালামুয়ালাইকুম
ReplyDeleteথ্যাংক ইউ ভাইয়া বলে দেওয়ার জন্য।
ReplyDelete2434759466 এটা আমার ইকামা নাম্বার ছিলো। 2024সালে আমাকে টার্মিনেট হুরুফ মারার পরে আমি জাওয়াযাত থেকে ফাইনাল এক্সিটে দেশে চলে আসছি গত 09/09/2024তারিখে। আমি কি আবার সৌদিতে যেতে পারবো?
ReplyDeleteHABIBULLA KHAN MD LIAQUAT ALI
Deleteযদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
আমি ছফর জেলের মাদমে ফিংগার পিন্ট দিয়ে এসেছি পাঁচ বছর প্লাস আমার আকামা নাম্বার 2444793679 আমি কি আবার জেতে পারব
ReplyDeleteASHIQUR RAHMAN
Deleteআপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
আপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
আপনি আপনার পুরাতন কফিলের কাছে আসতে চাইলে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে হবে।
আমি ছফর জেলের মাদমে ফিংগার পিন্ট দিয়ে এসেছি পাঁচ বছর প্লাস আমার আকামা নাম্বার 2444793679 আমি কি আবার জেতে পারব
ReplyDeleteউত্তর
আমি গত ০৭/০২/২০২৩ তারিখে দেশে এশেছি,এয়ারপোর্টে দেখেছি ছুটিতেই পাঠিয়েছে কফিল,কিন্তু ভিসার মেয়াদ দিসে ৭ দিন,মেয়াদ চলে গেছে,আমি যাইনি,আমি জানতাম না ৭ দিন মেয়াদ যে,
ReplyDeleteআমার আবসেয়ারে দেখাচ্ছে এফসেন্স ফ্রম ওয়ার্ক.তাহলে এটাকি হুরুব?আর হুরুব হলে আমাকে আটকায়নি কেন?
2430573218.আমি কি নতুন ভিসায় যেতে পারবো?
দয়া করে জানাবেন, প্লিজ 🙏
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি মোহাম্মদ রাহুল শেখ আমার ইকামাতে হুরুপ ছিলো তো আমি স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে চলে এসেছি ২০২২ সালে এবং ২০২৪ সাল এখন কি যেতে পারবো একটু জানাবেন প্লিজ 2488910429 এটা আমার ইকামা নাম্বার
ReplyDeleteRAHUL SHEIKH
Deletefinal exit
আপনি যদি সৌদি আরব থেকে শুমাইসি থেকে অবৈধভাবে চলে যান বা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর
আপনি শুধুমাত্র ওমরাহ ও হজ ছাড়া আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
আপনি আপনার পুরাতন কফিলের কাছে আসতে চাইলে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে হবে।
2449297296 ভাই আমি সৌদি ফেরত প্রবাসি হুরুব ছিল না এখন কি আমি পুনরায় সৌদি যেতে পারব
ReplyDeleteRIAZ SHEIKH REZAUL KARIM
Deleteযদি লিগ্যালভাবে ফাইনাল এক্সিটে যেয়ে থাকেন তবে আসতে পারবেন।
ভাইয়া আমি সৌদি তে থাকা কালিন exit মানে খুরোজ নেহাই লাগিয়ে ছিলাম চলে আসবো কিন্তু খুরোজ নেহাই লাগানোর পর ৬০ দিন থাকা যায় ওই ৬০ দিন এর মধ্যে আমি সুরতা বাসা থেকে থানায় নিয়ে যায় অন্যা জন এর কফিল এসে ছাড়িয়ে নেয় পরে আমি বিমান টিকিট কেটে আসার সময় এয়ারপোর্টে আমাকে যেতে দেয় নি তারা বল্লো যে থানায় দরে নিয়ে গেছে সেখান এ আমার ফিংগার লোক করে দিছে আমার কফিল না গেলে এইটার সমাধন হবে না আমার কফিল আসে নাই আমার ৬০ দিন এর বেশি হয়ে গিয়েছে আমি অবৈধ হয়ে গেছি পরে আমি সুরতার কাছে ধরা দিয়ে চলে আসছি
ReplyDeleteএখন আমি কি আবার সৌদি তে যেতে পারবো?
যদি সৌদিআরব থেকে বৈধ ভাবে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান পরবর্তীতে নতুন একটা ভিসা নিয়ে পুনরায় সৌদিআরব আসতে পারবেন।
Deleteজাদের ইকামা হয় না-ই তাদের হুরুপ মা-রা যায়
ReplyDeletevai onk a to out pass neya desh a asa abr jassa
ReplyDelete.odar horup selo
স্যার আমার কফিল আমাকে ইনকাতা আমেল করছে।তার মেয়াদ শেষ।কাফালা হতে পারিনি।এখন ২০২৫ এর ২৯ জানুয়ারীর মধ্যে যদি না কাফালা হতে পারি তাহলে পুনরায় আসার কোন রাস্তা আছে কি
ReplyDeleteআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। বালাক হূরুপ এখন চাইলে শুধুমাত্র যে কফিল বালাগ দিছে ওই কফিলে উঠাতে পারবে , তাও এত সহজ না। আপনার কাছে যখন এই মেসেজ আসে প্রথম দিন সেদিন থেকে ৬০ দিনের মধ্যে আপনি নকল কাফালা বা ফাইনাল এক্সিটে চলে গেলে খুবই ভালো হতো। নির্ধারিত ৬০ দিনের পরেই অটোমেটিক বালাগ হূরুপ হয়ে যায়।
Deleteআমি কাফেলা হতে পারছি না কেন
ReplyDelete