১ অক্টোবর ,২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে নতুন কিছু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
১ অক্টোবর ২০২৩ থেকে আপনার মোবাইলে যে ফোন করবে তার নাম এবং আইডি নাম্বার কল লিস্টে সরাসরি দেখা যাবে। সৌদি "কমিউনিকেশন এন্ড টেকনোলজি কমিশন "এর অনুমোদন দিয়েছেন। বিভিন্ন দিক বিবেচনা করে CST এই সিদ্ধান্ত নিয়েছেন। আরো জানিয়েছে যে 2G,3G,4G এবং 5G নেটওয়ার্কে এই সেবা চালু থাকবে। এতে বিভিন্ন দিক দিয়ে যারা প্রতারণার শিকার হচ্ছে তা কমে যাবে এবং নিরাপত্তার হার বেড়ে যাবে।
ধন্যবাদ ,ভালো থাকবেন।