আপনার কি পেশা পরিবর্তন হয়েছে?

 

আপনার কি পেশা পরিবর্তন হয়েছে?

আপনার কি পেশা পরিবর্তন হয়েছে?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।

অনেকদিন ধরে  বিভিন্ন পেশার লোকদের কাছে জাওয়াযাত থেকে অটোমেটিক মেসেজ আসছে যে, আপনার পেশা পরিবর্তন হয়েছে । 

কোন প্রকার ফি পরিশোধ না করে অটোমেটিক মেসেজ আসছে পেশা পরিবর্তন হয়ে। সৌদি শ্রম মন্ত্রণালয় ৮ টি পেশায় নতুন করে কাউকে ভিসা দিচ্ছেনা এবং এই ৮ টি পেশায় কাউকে ট্রান্সফার হওয়ার সুযোগ দিচ্ছে না। তার মধ্যে ২টি পেশা হলো 'আমেল' এবং' আমেল আদি' । 'আমেল ' এবং 'আমেল আদি'  পেশাদারীদের অনেকের কাছে জাওয়াযাত এই রকম ম্যাসেজ পাঠাচ্ছে ইকামা নাম্বার সহ। মন্ত্রণালয়ের নিয়ম মতে একই কফিলের কাছে একই পেশার  অনেক লোক থাকলে এরকম হয়ে থাকে। মন্ত্রণালয়ের মতে এই ৮ টি পেশার কর্মচারীর পেশা পরিবর্তনে কোন ফি লাগবেনা । 

যাদের কাছে  এরকম মেসেজ আসছে তারা 'আবসির' -এগিয়ে চেক করতেছে  এবং অনেকেরেই পেশা পরিবর্তন হয়েছে আবার অনেকের কফিল তার নিজের  'আবসির' থেকে পেশা পছন্দ করে সাবমিট দিলেই হয়ে যাচ্ছে। 

তাই প্রবাসী ভাইয়েরা যাদের কাছে পেশা পরিবর্তনের মেসেজ আসছে তারা সরাসরি 'আবসির' -এ গিয়ে চেক করুন আর না হলে কফিলের সাথে যোগাযোগ করুন।


ধন্যবাদ ,ভালো থাকবেন

Previous Post Next Post

نموذج الاتصال