Trending

দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ শ্রমিকদের দ্রুত দেশে ফেরার সুযোগ প্রদানের জন্য সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে রাষ্ট্রদূতের অনুরোধ

 দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ শ্রমিকদের দ্রুত দেশে ফেরার সুযোগ প্রদানের জন্য সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে রাষ্ট্রদূতের অনুরোধ

দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ শ্রমিকদের দ্রুত দেশে ফেরার সুযোগ প্রদানের জন্য সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে রাষ্ট্রদূতের অনুরোধ


সৌদি আরবে কর্মরত বাংলাদেশী অভিবাসী শ্রমিক যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন এবং দেশে ফেরার জন্য আবেদন করেছেন তাঁদের দ্রুত দেশে ফেরার সুযোগ প্রদানের জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সাথে এক বৈঠকে এ অনুরোধ জানান। 


এ সময় রাষ্ট্রদূত বলেন, যে সকল বাংলাদেশী অভিবাসী কর্মীদের নামে কর্মক্ষেত্র থেকে পলায়নের মামলা (হুরুব) রয়েছে এবং ইকামার মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে এবং যারা দেশে ফেরার জন্য আবেদন করেছেন তাঁদের দেশে ফেরার জন্য ছাড়পত্র পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়। এ সকল অভিবাসীদের বেশীরভাগ কর্মহীন বেকার অবস্থায় দীর্ঘদিন প্রবাসে থেকে আর্থিক সংকটে পড়েন যা বিদেশে তাঁদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ে। এ সকল অবৈধ অভিবাসীদের দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ প্রদানের জন্য রাষ্ট্রদূত সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে অনুরোধ জানান।


বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশী অনেক কর্মী বিভিন্ন অভিযোগে সৌদি আরবে কারারুদ্ধ রয়েছে। যেহেতু তারা তাদের পরিবারের উপার্জনকারী সদস্য, তাই কারারুদ্ধ এসকল অভিবাসীর পরিবারগুলো  বাংলাদেশে অনেক কষ্টে রয়েছে। যারা গুরুতর অপরাধের জন্য বন্দী নন এসকল বাংলাদেশী অভিবাসীদের জন্য সৌদি রাজকীয় ক্ষমা বিবেচনা করার জন্য অনুরোধ করেন রাষ্ট্রদূত। 


বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন,  উদার এবং শ্রম বান্ধব শ্রমিক নীতি হওয়ার পর বিদেশৗ শ্রমিকদের জন্য সৌদি আরব একটি আকর্ষনীয় গন্তব্যে পরিণত হয়েছে এজন্য আমরা সেীদি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগনের মধ্যে সৌদি আরবে কাজ করার একটা প্রবনতা রয়েছে। বর্তমানে অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা সৌদি আরবে সবচেয়ে বেশি। এ সময় অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যা প্রতি বছরের ন্যায় এবছর  আয়োজিত যৌথ কমিশন সভায় উল্লেখ করা হয়েছে।


রাষ্ট্রদূত বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়ন অংশ হিসেবে সৌদি আরব দক্ষ জনশক্তিকেই স্বাগত জানাবে তাই বাংলাদেশে আমরা আমাদের শ্রমিকদের প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করছি। সৌদি উপ-পররাষ্ট্র মন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফ বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী ও তাঁরা সৌদি অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন। তিনি বাংলাদেশী শ্রমিকদের সমস্যাগুলো মনযোগ সহকারে শুনেন ও তা আশু সমাধানের উদ্যোগ নিবেন মর্মে রাষ্ট্রদূতকে অবহিত করেন।


রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বাংলাদেশে সৌদি দূতাবাসে কালচারাল এ্যাটাচে নিয়োগ প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। যাতে বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও বেশি শিক্ষার্থী তাঁদের কাগজপত্র দ্রুত সত্যায়িত করে সৌদি আরবে আসতে পারে। এছাড়া দক্ষ ও প্রফেশনাল অভিবাসী যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক তাঁদের সনদ দ্রুততার সাথে সত্যায়িত করার জন্য সৌদি দূতাবাসে একজন কালচারাল এ্যাটাচে নিয়োগের অনুরোধ জানান রাষ্ট্রদূত। 


বৈঠকে সৌদি আরবে ২৮ লাখ বাংলাদেশীর কর্মসংস্থানের জন্য সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন  রাষ্ট্রদূত।

Embassy of Bangladesh Riyadh source
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube