বড় পেশা থেকে ছোট পেশায় নকল কাফালা হওয়া যায়?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
পেশা পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবে ছোট পেশা যেমন:
আমেল মঞ্জিল , ড্রাইভার, হারেছ এরকম কয়েকটি পেশা থেকে উপরের দিকে যেমন আমেল বা আমেল আদি অর্থাৎ বলতে গেলে মক্তব আমেলের ফি আসবে এরকম বড় ধরনের পেশায় নকল কফালা হওয়া যায় ।
কিন্তু আমেল বা আমেল আদি বা অন্য কোন ধরনের পেশা থেকে ছোট পেশায় নকল কাফালা হওয়া যায় না। পূর্বে যারা দালালদের মাধ্যমে বড় পেশা থেকে ছোট পেশায় নকল কাফালা হয়েছিল অবৈধ উপায়ে টাকা খরচ করে তারা বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে একটা সুযোগ আছে যে, আমেল মঞ্জিল পেশা থেকে বড় বড় কোম্পানিতে নকল কাফালা হয়ে পেশা পরিবর্তন হচ্ছে।
তাই প্রবাসী ভাইয়েরা, দালালদের ফাঁদ থেকে নিজে বেঁচে থাকুন এবং অন্যকে সতর্ক করুন।
ধন্যবাদ, ভাল থাকবেন ।