প্রবাসীদের দুঃসংবাদ, শুধু মাত্র ইকামা না থাকায় আটক ৮৫৩৯ জন প্রবাসী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। সৌদি আরবে গত তিন মাস ধরে ইকামার চেক , শ্রম আইনের চেক মোটামুটি কম ছিল।
কিন্তু গত দুই সপ্তাহ ধরে ইকামার চেক আবার বেড়েই চলছে।
সৌদি আরবের পরিস্থিতি ভয়াবহ। সাবধান প্রবাসী ভাইয়েরা।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পুলিশি অভিযান
গত সপ্তাহ ১৬,০০০ হাজার লোককে আটক করেছে এবং এই সপ্তাহে ১৫০০০...
কত সপ্তাহে শ্রম আইনের চেকিং আনুমানিক কম ছিল কিন্তু এই সপ্তাহে ২৪৫৩ জনকে আটক করেছে শ্রম আইন যা গত সপ্তাহের তুলনায় বেশি।
ইকামার জন্য আটক করেছে ৮,৫৩৯ জনকে, সৌদিতে অবৈধভাবে বর্ডার দিয়ে প্রবেশ করেছে এমন ৪,২৫৩ জনকে আটক করেছে।
সর্বমোট আটক হল ৩৯,৬৭৪ জন আর তার মধ্যে পুরুষ হচ্ছে ৩২,৬৩৬ জন এবং মহিলা হচ্ছে ৭,০৩৮ জন।
অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৮২৯ জনকে।
এর মাঝে ৫৩ শতাংশ ইয়েমেনি,৪৪ শতাংশ ইথি৩পিয়ান।
(৬০)অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়েছে।
প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, সৌদি আরবের নিয়ম কানুন এবং শ্রম আইন লঙ্গন না করে বৈধভাবে থাকার চেষ্টা করবেন।
ধন্যবাদ , সতর্ক থাকবেন।