ঝামেলা শুরু হওয়ার আগেই ইকামার কাজ শেষ করুন।

ঝামেলা শুরু হওয়ার আগেই ইকামার কাজ শেষ করুন।

ঝামেলা শুরু হওয়ার আগেই ইকামার কাজ শেষ করুন।

Ekamar Khobor

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভাল আছেন। 

সৌদি সরকার প্রবাসীদেরকে ২০২২ সাল থেকে সুযোগ দিয়ে এসেছে , আর সেই সুযোগ হচ্ছে যারা অবৈধ আছে  তাদেরকে বৈধ হওয়ার সুযোগ,  হাজার হাজার হুরূপ প্রাপ্তরা বৈধ হয়েছে  পিছনের টাকা না দিয়ে, যাদের ইকামার  মেয়াদ ছিল না তারাও বৈধ হয়েছে । আর এই সুযোগ এখন পর্যন্ত চলমান আছে।


আর এই সুযোগ যে কোন সময় সৌদি সরকার বন্ধ করে দিতে পারে।   যদি বন্ধ হয়ে যায় তখন শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। তাই সময় থাকতে প্রবাসী ভাইয়েরা সকলেই যারা অবৈধ আছেন তারা বৈধ হওয়ার চেষ্টা করুন। আমেল মঞ্জিল পেশাদারীদের এই সুযোগ নেই অর্থাৎ হাউস ড্রাইভার ,হারেস ইত্যাদি। হাউস ড্রাইভারদের জন্য এই সুযোগ দেওয়ার ঘোষণা করেছিল কিন্তু এখনো কার্যকর হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। 

ঝামেলা শুরু হওয়ার আগেই ইকামার কাজ শেষ করুন।

আর যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন এবং যারা ফাইনাল  এক্সিট খেয়েছেন তাদের কোন সুযোগ নেই। সাধারণ কর্মী যারা ২০২২ এর ২৫  অক্টোবরের আগে হুরুপ খেয়েছেন তারাই শুধুমাত্র  হুরূপ কেটে কাফালা হয় বৈধ হতে পারে অর্থাৎ কাফালা হওয়ার পরেই অটোমেটিক হুরূপ কেটে যায় এবং বৈধ হয়ে যায়। 

Ekamar Khobor

আর যাদের ইকামা ৩/৪ বছর ধরে এক্সপায়ার তারাও পিছনের টাকা না দিয়ে  কাফালা হয়ে বৈধ হতে পারে।

ধন্যবাদ, ভালো থাকবেন।

Essa


Previous Post Next Post

نموذج الاتصال