Trending

মাঝরাতে পাপনের বাসায় বৈঠক করেছেন হাথুরু-সাকিব। Shakib-Hathuru

Shakib-Hathuru

মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু

কালো কাচে ঘেরা গাড়িতে করে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। তাকে ঘিরে ধরলো অনেক ক্যামেরাও।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপ দল নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। নিজের পুরো ফিট না হওয়ার কথা জানান তামিম, নিশ্চয়তা দিতে পারেননি সবগুলো ম্যাচ খেলারও। এ নিয়ে চটেছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।  

তাদের পরে বেরিয়ে আসতে দেখা গেছে রাত বারোটা পার হওয়ার পর। বিশ্বকাপ দল নিয়ে নানা রকম আলোচনার মধ্যেই এই বৈঠক হলো। এমনিতে স্কোয়াড ঘোষণার আগে তাদের বৈঠক বেশি অবাক হওয়ার মতো কিছু নয়। তবে সময় ও স্থান নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।  

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কেবল আর একদিন বাকি। অথচ এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে পৌঁছাতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্তেও। সেটি ঠিক করতেই সোমবার দিবাগত রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব।

মাঝরাতে পাপনের বাসায় বৈঠক করেছেন হাথুরু-সাকিব। 

রাত পেরোলেই ঘোষিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল। তবে অন্তিম মুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব আবারও আলোচনায়। বিশ্বকাপের প্রসঙ্গে দুই তারকা ক্রিকেটারের মতের অমিল আবারও বিপাকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পর অবসরের ঘোষণা দেন তামিম। পরে তিনি ফিরেও আসেন। অবশ্য পিঠের চোটে খেলা হয়নি এশিয়া কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেননি। দ্বিতীয়টিতে ৫৮ বলে করেন ৪৪ রান।


বোর্ডের বিভিন্ন সূত্র থেকে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। অভিমান করে দুজনেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়ার কথাও নাকি জানিয়েছিলেন। তবে সমস্যার সুরাহা করতে এবার বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।

Bangla News source
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube