Trending

সৌদিতে আপনি প্রতারণার শিকার হলে কিভাবে মামলা করবেন?

সৌদিতে প্রতারণা শিকার হলে যেভাবে মামলা করবেন।

সৌদিতে আপনি প্রতারণার শিকার হলে কিভাবে মামলা করবেন?

সৌদিতে আপনি প্রতারণার শিকার হলে কিভাবে মামলা করবেন?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। 

সৌদি আরবে বাঙালি প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারিত হয় বিশেষ করে ভিসা সংক্রান্ত কাজে। 
যারা আমাদেরকে ভিসা দেয়, তারা অনেক সময় আমাদের ইকামা দেয় না, অনেক সময় ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় আবার অনেক সময় হূরূপ লাগিয়ে দেয়। 

আমরা সৌদি আরবের আদালতে দালালদের বিরুদ্ধে কোন মামলা করতে পারব না। আর সৌদি আরবের মক্তব আমেলে কফিলের বিরুদ্ধে মামলা করা যায় বিভিন্ন শর্ত সাপেক্ষে। 

কিন্তু আপনি চাইলে বাংলাদেশে জেলা জনশক্তি অফিসের সাহায্যে দালালদের বিরুদ্ধে মামলা করতে পারেন যদি প্রতারিত হয়ে থাকেন। অনেক প্রবাসী ভাইয়েরা ৬/৭ লক্ষ টাকা দিয়ে ভিসা নিয়ে সৌদি আরবে এসে  ইকামা পাচ্ছে ,না কাজের কোন সন্ধান পাচ্ছে না, কফিলের কোন সন্ধান পাচ্ছে  না । অন্যদিকে দালাল আর কফিল একত্রিত হয়ে প্রবাসীদেরকে ফাইনাল এক্সিট বা হূরূপ লাগিয়ে দিচ্ছে। 

সৌদিতে আপনি প্রতারণার শিকার হলে কিভাবে মামলা করবেন?

সৌদিতে প্রতারণা শিকার হলে যেভাবে মামলা করবেন।

তাই আপনি বাংলাদেশে   দালালের  বিরুদ্ধে   যে আপনাকে প্রতারণার স্বীকার করেছেন চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন  জেলা জনশক্তি অফিসের সাহায্যে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাহায্যে । কিন্তু সবচাইতে ভালো হয় জেলা জনশক্তি অফিসের  সাহায্যে মামলা করলে। মামলা করতে আপনার রক্তের সম্পর্কিত ভাই - বোন, মা-বাবা, স্ত্রী এদের মধ্যে কেউ না কেউ আপনার পাসপোর্ট কপি, ভিসার কপি এবং বিএমইটি কার্ডের কপি নিয়ে গেলেই  জেলা জনশক্তি অফিসের সাহায্যে মামলা করা সম্ভব। 

আবার আপনাকে যদি কোন কারণে দেশে পাঠিয়ে দিয়েছে তাহলে আপনি দেশে গিয়েও আইনের সহযোগিতা নিয়ে মামলা করতে পারেন। তাই প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরবে আসবেন তারা একটি লিখিত চুক্তি করে আসায় উত্তম।

ধন্যবাদ ,ভালো থাকবেন।

Essa Reporter
Mishal Source
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube