নবাগত প্রবাসীদের জন্য জাওয়াযাতের নতুন নিয়ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
জাওয়াযাত জানাচ্ছে যে, যেসব নতুন গৃহকর্মী সৌদি আরব আসতেছে কফিল চাইলে ট্রায়াল পিরিয়ডে তাদের ফাইনাল এক্সিট দিতে পারবে।
কিন্তু উল্লেখ করেছে যে, আবার চাইলে কফিল বাতিলও করতে পারবে। এখানে গৃহকর্মী বলতে আমরা যারা সাধারণ পেশায় আছি তারাও অন্তর্ভুক্ত এবং আমাদের সকলেরেও এই সমস্যা হতে পারে। ট্রায়াল পিরিয়ড বলতে সৌদি আরবে আসার প্রথম ৯০ দিনকে বুঝাই। আর এই ৯০ দিনে কফিল যাচাই-বাছাই করে এবং অনেককেই ভালো না লাগলে ফাইনাল এক্সিট দিয়ে দে।
আবার অনেক প্রবাসী ভাইদের পাসপোর্ট নাম্বারে ফাইনালে এক্সিট দিয়ে থাকে কফিলেরা। আর এই ফাইনাল এক্সিট আবসিরের মাধ্যমে করা হয়ে থাকে।
তাই প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরবে আসতেছেন তারা চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে দক্ষতার সাথে আসবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।
Saudi News Source
Jawazat Source
Essa