রোকসাতুল আমেল খরুজ নেহাই বা ফাইনাল এক্সিট কিভাবে কাটবেন?
এক্সিট কিভাবে কাটতে হয়" সঠিক খবর জেনে নিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। রোকসাতুল আমেল খরুজ নেহাই চেক করার কোন সিস্টেম নাই , শুধুমাত্র কাফালা হওয়ার সময় বা ইকামা নবায়ন করার সময় বুঝা যায়। আর ফাইনাল এক্সিট হচ্ছে দুই ধরনের। একটা যেটা ইকামা বানানোর সময় ফাইনাল এক্সিট দিয়ে ইকামা বানায় যেটাকে আমরা রুকসাতুল আমেল খরুজ নেহাই বলে থাকি। আরেকটা যেটা সরাসরি ফাইনাল এক্সিট দিয়ে দে। আর এই ফাইনাল এক্সিট শুধুমাত্র আপনার কফিল চাইলেই কাটতে পারে। যদি আপনার কফিল আপনাকে এক্সিট দিছে তাহলে ঐ এক্সিটের মেয়াদ ৬০ দিন থাকে। কোন কোন ক্ষেত্রে ৬০ দিনের ও কম থাকে আর এটি আপনার আবসিরে 'Exit Before' এ গেলে দেখা যায়। আপনার ইকামায মেয়াদ থাকলে সম্পূর্ণ ফ্রিতে আপনার কফিল চাইলে আপনার এক্সিস কাটতে পারবে। ইকামার মেয়াদ না থাকলে ইকামা মেয়াদ উত্তীর্ণ করে এক্সিট কাটতে হবে। যদি এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ইকামার মেয়াদ উত্তীর্ণ করে এক্সিটের জরিমানা দিয়ে এক্সিট কাটতে হবে। এই সমস্ত কাজ শুধুমাত্র আপনার কফিল তার নিজের আবসির থেকে ঘরে বসে করতে পারবে।
ধন্যবাদ, ভালো থাকবেন।
রোকসাতুল আমেল খরুজ নেহাই চেক করার কোন সিস্টেম নাই , শুধুমাত্র কাফালা হওয়ার সময় বা ইকামা নবায়ন করার সময় বুঝা যায়।
BIn Mishal