আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
ইদানিং জাওয়াযাত থেকে মেসেজ আসছে যে আপনার পেশা পরিবর্তন হয়েছে। বেশিরভাগ প্রবাসীর কাছেই এই মেসেজটি এসেছে। জাওয়াযাত বিভিন্নভাবে মানুষের কাছে এই মেসেজ পাঠাচ্ছে কিন্তু যখন আমরা আবসিরে চেক করি তখন আমাদের আগের পেশা দেখায়। জাওয়াযাত বিভিন্ন পেশা নির্ধারণ করে এই মেসেজ একবার কর্মীর কাছে আরেকবার কফিলের কাছে পাঠায়। কফিল এই মেসেজ দেখে যদি মনে করে কর্মীর পেশা পরিবর্তন করতে হবে তাহলে কফিল তার সিস্টেমে গিয়ে কোন একটা পেশা নির্ধারণ করে যেমন লোডিং আনলোডিং বা আমেল ইনসায়াত দিয়ে দে তাহলে কর্মীর পেশা পরিবর্তন হয়ে যাবে । অটোমেটিক কোন পেশা পরিবর্তন হয় না।
ধন্যবাদ, ভালো থাকবেন