নাফিত হতে সাবধান। নতুবা বড় ঝামেলায় পড়বেন।

নাফিত হতে সাবধান। নতুবা বড় ঝামেলায় পড়বেন।

 নাফিত হতে সাবধান। নতুবা বড় ঝামেলায় পড়বেন।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। নাফিত হচ্ছে সৌদি আইন মন্ত্রণালয়ের একটা ডিজিটাল ওয়েবসাইট। বর্তমানে সবকিছু নাফিতের মধ্যে হচ্ছে। যেমন আপনি কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন আর সে  যদি বলে আপনার সাথে চুক্তি যা হবে  তা নাফিতের মাধ্যমে ডিজিটাল চুক্তি। আর  নাফিতের  মাধ্যমে করা চুক্তিতে যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তা পার হয়ে গেলে অটোমেটিক একটা মামলা ইস্যু হয়ে যাবে আপনার বিরুদ্ধে। অনেক প্রবাসী ভাইয়েরা নিজের কফিলকে আবসিরের পাসওয়ার্ড দেয় এবং ওই কফিল কর্মীর নামে নাফিত  থেকে আর্থিক লেনদেন  করে আর সময় মত টাকা পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে অটোমেটিক মামলা ইস্যু হয়ে যাচ্ছে।  তাই প্রবাসী ভাইয়েরা ডিজিটাল যে কোন কিছু বিশেষ করে আবসিরের একসেস অন্য কাউকে দিবেন না। নিজে সতর্ক হোন, অপরকে সতর্ক করুন।

ধন্যবাদ, ভালো থাকবেন

Previous Post Next Post

نموذج الاتصال