টেম্পোরারি ওয়ার্ক ভিসা বা ' আমেল মোওয়াক্কেদ ' এই ভিসায় কি ইকামা হবে?

 

টেম্পোরারি ওয়ার্ক ভিসা বা ' আমেল মোওয়াক্কেদ ' এই ভিসায়  কি ইকামা হবে?

 টেম্পোরারি ওয়ার্ক ভিসা বা ' আমেল মোওয়াক্কেদ ' এই ভিসায়  কি ইকামা হবে?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়২০২১ সালে এই ভিসা চালু করে  ফি মাত্র ২০০ রিয়াল। বাংলাদেশের কিছু দালাল বাটপাররা এই ভিসা নিরীহ মানুষকে ভুল ধারণার কবলে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ইকামা  বানানো যাবে এই আশা দিয়ে সৌদি আরব পাঠাচ্ছে।


সৌদি সরকার এই ভিসার অনুমোদন দিয়েছিল কোম্পানী গুলোর জন্য যাতে তারা সাময়িক সময়ের জন্য কর্মী নিয়ে আসতে পারে । এই ভিসার ধরন হচ্ছে সম্পূর্ণ জিয়ারা ভিসার মত বা মাল্টিপল ভিসার মতই। এক বছর হয়ে গেলেই দেশে চলে যেতে হবে। আর এই ভিসার মেয়াদ প্রতি তিন মাস পর পর বাড়াতে হয়।

প্রবাসী ভাইয়েরা যারা এই ভিসায় চলে আসছেন তারা ইকামার আশা করবেন না ।

ধন্যবাদ, ভালো থাকবেন।


সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

ধন্যবাদ ,ভালো থাকবেন।



Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال