জরুরী বিজ্ঞপ্তি : Embassy of Bangladesh Riyadh
জরুরী বিজ্ঞপ্তি : Embassy of Bangladesh Riyadh
নিম্নে উল্লেখিত প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের প্রেক্ষিতে দূতাবাস লেবার অফিস ও ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন ফলোআপ করার পর এক্সিট ভিসা গ্রহণ করে।
আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে তাদের সাথে বারংবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাঁড়া পাওয়া যায়নি। তাদেরকে নিম্নে উল্লেখিত ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের পূর্বে আবশ্যিকভাবে সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় তাদের জরিমানসহ বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। বিস্তারিত জানার জন্য এ লিংকে ক্লিক করুন
https://www.bangladeshembassy.org.sa/noticeandc/exitvisa1.pdf