সুখবর! বন্ধ মোয়াক্কেত আবারো চালু হয়েছে ।
সুখবর! বন্ধ মোয়াক্কেত আবারো চালু হয়েছে ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘ ২ মাস মোয়াক্কেত নম্বর বন্ধ থাকার কারণে হাজার হাজার প্রবাসী নকল কাফালা হতে পারেনি । যারা সৌদি আরবে এসে ৩ মাসের বেশি সময় হয়ে গিয়েছিল তাদের মোয়াক্কেত নম্বর পুরোপুরি বন্ধ ছিল তাদের জন্য এটা সুখবর। মোয়াক্কেত নম্বর কি , কেন তুলা হয়, কি কাজে ব্যবহৃত হয় , কেন বাধ্যতামূলক তা আপনাদের জানানো হবে।
মোয়াক্কেত নম্বর মানে হচ্ছে টেম্পোরারি ইকামার নাম্বার। সৌদি আরবে কাফালার জন্য সর্বপ্রথম ইকামার নাম্বার থাকতে হবে। এই ইকামার নাম্বার দিয়ে আপনাকে সর্বপ্রথম 'আবসির' খুলতে হবে এরপর 'কিওয়া' খুলতে হবে। এইগুলো করার পর আপনার কফিল তলব দিলে আপনার কাফালা হবে। কিন্তু ৩ ধরনের মানুষের ইকামার মোয়াক্কেত নম্বর উঠবে না। যেমন:
- ১. যারা সৌদি আরবে আসার পর পাসপোর্ট নাম্বারে হুরুব খেয়েছেন তারা ।
- ২. যারা পাসপোর্ট নাম্বারে ফাইনাল এক্সিট খেয়েছেন তারা ।
- ৩. যারা সৌদি আরবে আসার পর কফিল কোম্পানি বন্ধ করে দিয়েছে তাদের এবং যারা ডোমেস্টিক পেশাদারী আছে তাদেরও মোয়াক্কেত নম্বর উঠবে না ।
সৌদি আরবে আসার পরপরই ইকামার মোয়াক্কেত নাম্বার তুলে আবসির করলে আপনি আপনার ডিজিটাল ইকামা দেখতে পাবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।