আজকের চাকরি: রিয়াদে কাজ করার জন্য একজন সেক্রেটারি বা সচিবের প্রয়োজন।
সৌদি চাকরির খবর
শর্তাবলী:
- ১. ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
- ২. ইংরেজিতে কথাবার্তা বলা , লেখা ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- ৩. কম্পিউটার ইমেইল ইত্যাদি ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
নিম্নে উল্লেখিত ইমেইলে আপনার সিভি পাঠান
msmmco2022@gmail.com
ভালো কিছু কাজের বিজ্ঞপ্তি Jobs in Saudi Arabia
কাজে যাওয়ার আগে যাচাই-বাছাই করে যাবেন,আমরা কাজ এবং বেতনের দ্বায়িত্ব নেই না
শর্মা কাজ জানলে যোগাযোগ করেন.
সম্পুর্ণ নিজ দ্বায়িত্বে কাজে যাবেন,ইনবক্স থেকে পাওয়া।
কাজে যাওয়ার আগে যাচাই-বাছাই করে যাবেন,আমরা কাজ এবং বেতনের দ্বায়িত্ব নেই না।
আমরা শুধু আপনাদের সুবিধার্থে পোস্ট করে থাকি।
আমার একটা চাকরি প্রয়োজন আকামা এক্সপেয়ার আমি সৌদি আরব এ ৫ বচ্ছর আছি গাড়ি চালাতে পারি তবে লাইসেন্স নাই যে কোনো কাজে কাজ করতে ইচ্ছুক শিসা ময়াল্লেম ০৫৭৪০১৯২৯৬
ReplyDeleteinshallah
Deleteআমি সৌদি আসছি আজকে এক সপ্তাহ হয়েছে কিন্তু আমি চলে যেতে চাই কিন্তু আমার এখনো আকামা লাগেনি আমি কিন্তু নিজ খরচে আর এ স্ব ইচ্ছায় চলে যেতে চাই কিন্তু আমার মুদির আমাকে যেতে দিচ্ছে না এখন মুদির এর অনুমতি ছাড়া যাওয়ার কোন সিস্টেম আছে কিনা
ReplyDeleteআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কফিলের সাথে যোগাযোগ করে কফিলকে সব কিছু বুঝান। এতে কফিল কোন কিছুতে রাজি না হলে কফিলের নিকটবর্তী মানুষ বা আত্মীয়-স্বজনের মাধ্যমে বোঝান। তাতেও কোন কাজ না হলে দূতাবাস এ গিয়ে সবকিছু বুঝিয়ে কফিলের বিরুদ্ধে মামলা করেন।
Delete