টেম্পোরারি ওয়ার্ক ভিসা নাকি পার্মানেন্ট ওয়ার্ক ভিসা কিভাবে বুঝবেন? Temporary Visa

 

টেম্পোরারি ওয়ার্ক ভিসা নাকি পার্মানেন্ট ওয়ার্ক ভিসা কিভাবে বুঝবেন?

টেম্পোরারি ওয়ার্ক ভিসা নাকি পার্মানেন্ট ওয়ার্ক ভিসা কিভাবে বুঝবেন?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। টেম্পোরারি ওয়ার্ক ভিসার পাতায় স্পষ্ট লেখা আছে যে,'Temporary Visa' বা আমেল মোওয়াক্কেদ অর্থাৎ সাময়িক ভিসা। এর নিচে লেখা আছে লোডিং আনলোডিং পেশা। এটা দেখে সবাই মনে করে পার্মানেন্ট ভিসা। আরও একটু বোঝার জন্য ভিসার পাতার উপরে  মাঝামাঝির দিকে লেখা আছে সিঙ্গেল 'Single' অর্থাৎ এই  ভিসা ৩ মাস পর পর জাওয়াযাত  থেকে মেয়াদ বাড়াতে হয়। এই ভিসায় জীবনে সৌদি আরবে কোন  ইকামাই হবে না।

আর ওয়ার্ক ভিসা  বা পার্মানেন্ট ভিসা ভিন্ন। ভিসার টাইপ বা ভিসার ধরন  যখন দেখবেন ওয়ার্ক 'Work' তখন বুঝে নিবেন এটা পারমানেন্ট ভিসা এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের সকল সুবিধা পাওয়া যাবে। আরেকটু বোঝার জন্য বলা যাই, এই ভিসায় সিঙ্গেল'Single' লেখাটা নাই ‌। এই ভিসায় আপনি আসলে আপনার যতদিন ইচ্ছা থাকতে পারবেন সৌদি আরবে ইকামা নিয়ে। এবং আপনার কফিলের অনুমতি সাপেক্ষে বৈধ উপায়ে যে কোন কিছু করতে পারবেন। 

ধন্যবাদ, ভালো থাকবেন।

2 Comments

  1. ভাই আমি সৌদি আরব এসেছি ৪দিন হয়েছে আমাকে একনো আকামা করে দেইনাই আমি কি করতে পারি

    ReplyDelete
    Replies
    1. ভাই আপনি বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অথবা মক্তব আমেল বা শ্রমিক অফিসে গিয়ে যোগাযোগ করেন।

      Delete
Previous Post Next Post

نموذج الاتصال