ইকামা এক্সপায়ার বা যারা হূরুবপ্রাপ্ত তাদের ইকামার খরচ কি রকম?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
ইকামা এক্সপায়ার বা যারা হূরুবপ্রাপ্ত তাদের ইকামার খরচ কি রকম?
যাদের ইকামার মেয়াদ নেই তারা কোন কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে চাইলে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তার মক্তব আমেলের রুছুম বা ফি শর্তসাপেক্ষে মওকুফ করে দিচ্ছে এবং এখনো পর্যন্ত চলমান আছে। শুধুমাত্র জাওয়াযাতের ফি প্রত্যেক বছর ৬৫০ রিয়াল করে যেটা আসে ওইটা মওকুফ করে নাই বিধায় দিয়ে দিতে হয়। যদি ৫ বছর ইকামা এক্সপায়ার থাকে তাহলে ৬৫০×৫ = ৩২৫০ রিয়াল দিতে হবে ।
আর যদি জরিমানা প্রথমবার হয় ৫ ০০ এবং দ্বিতীয়বার হলে ১০০০ রিয়াল তা দিতেই হবে এবং ইন্সুরেন্সও করতে হবে ।
আবার যাদের ইকামার মক্তব আমেলের পিছনের টাকা আসতেছে তারা বিভিন্ন খাদামাত মক্তবের মাধ্যমে তা কমিয়ে আনে নকল কাফালা হচ্ছে ।
আর যারা ২৫ শে অক্টোবর ২০২২ এর আগে হূরুব খেয়েছেন তাদেরও কাফালা হচ্ছে এবং পিছনের টাকা মওকুফ করে দিয়েছে শর্তসাপেক্ষে ।
২৫শে অক্টোবর ২০২২ এর আগের হূরূপ প্রাপ্তরা যখন নতুন কফিলের কাছে কাফালা হয় তখন নতুন কফিলের কাছে পুরাতন কফিলের মক্তব আমেলের পুরাতন ফি গুলো দেখায়, এবং জিজ্ঞেস করে এগুলো নতুন কফিল পেমেন্ট করবে কিনা। পেমেন্ট করবে বললে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে কাফালা হয়ে যায় ।
পরবর্তীতে ইকামা বানানোর সময় ওই পুরাতন কফিলের মক্তব আমলের বকেয়া ফি গুলো অনেকেরই আসতেছে আবার অনেকেরই আসতেছে না।
ধন্যবাদ, ভালো থাকবেন
Essa
একামার মেয়াদ না থাকলেই পুলিশ দরে দেশে পাঠিয়ে দেয় কিনা?
ReplyDeleteভাই যদি আপনার ইকামার ৪/৫ বছর মেয়াদ না থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে শোমেছি জেলখানা থেকে।
Deleteভাই আমার দুই বছরের বেশি হলো আমার একামা মেয়াদ নেই আমাকে কি পুলিশ ধরবে আমি দেশে যেতে চাই
ReplyDeleteভাই যদি আপনার ইকামার ৪/৫ বছর মেয়াদ না থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে শোমেছি জেলখানা থেকে।
Delete