Trending

যারা অবৈধ তারা বৈধভাবে কিভাবে দেশে যাবেন?

যারা অবৈধ তারা বৈধভাবে কিভাবে দেশে যাবেন?

 যারা অবৈধ তারা বৈধভাবে কিভাবে দেশে যাবেন?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আশা করি আপনারা ভালো আছেন।যারা হুরুপ প্রাপ্ত তারা দেশে যেতে চাইলে পুলিশের মাধ্যমে এবং দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট আবেদন করে ।

দূতাবাসের  মাধ্যমে স্পেশাল এক্সিট আবেদনের শর্ত হলো আপনার নামে কোন ট্রাফিক জরিমানা থাকতে পারবে না‌, আপনার কোন প্রকার মতলূব থাকতে পারবেনা এবং আপনার খাদামাদ বন্ধ থাকতে পারবে না।

আপনার এলাকাতে যখন দূতাবাসের টিম যাবে তাদের সাথে আলাপ করে কাগজপত্র জমা দিবেন অথবা তারা যে কাগজটা দিবে সেই কাগজটা নিয়ে পার্শ্ববর্তী জাওয়াযাত গিয়ে ফিংগার দিবে । আপনি চাইলেও সরাসরি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেটের  মাধ্যমে আপনার স্পেশাল এক্সিটের আবেদন জমা দিতে পারেন। এখানে শর্ত হল আপনি যদি রিয়াদ দূতাবাসের আন্ডারে হন তাহলে  রিয়াদ দূতাবাসে যাবেন আর যদি জেদ্দা কনস্যুলেটের আন্ডারে হন তাহলে  জেদ্দা কনস্যুলেটে যাবেন। রিয়াদ দূতাবাসে গেলে সময় একটু বেশি লাগলেও এক্সিটটা সম্পূর্ণ ফ্রিতে লাগে ।

মাত্র টিকেটটা নিজের খরচে বহন করতে হয়। যাদের এক্সিট পুরাতন হয়ে গেছে, সময়মত দেশে যাননি  তাদের একটু সময় লাগবে এবং  খরচও  বেশি হবে। মনে করেন আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে  কয়েক বছর হয়েছে, আপনি সময় মত দেশে যান নি এখন দেশে যেতে চান, তাহলে আপনি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেটে  গিয়ে যোগাযোগ করবেন যেটা আপনার আওতায় পড়ে। সেখানে তারা আপনার ফাইল জমা নিতে পারে বা আপনাকে একটা পেপার দিতে পারে। যদি পেপার দিয়ে থাকে তাহলে ১০০০ রিয়াল ব্যাংক ড্রাফ করতে হবে ।

 আপনি ১০০০ রিয়াল ব্যাংক ড্রাফ করলে পরবর্তীতে আপনার এক্সিট টা চলে আসবে। প্রত্যেকটা এক্সিট প্রাপ্ত লোকদের ১০০০ রিয়াল জরিমানা আসে যেটা অবশ্যই পেমেন্ট করতে হবে। 

যাদের ইকামার মেয়াদ নেই বা ইকামা হয়নি তাদেরও কনস্যুলেটে যোগাযোগ করতে হবে আর তাদের কিন্তু সময় বেশি লাগবে এবং ধারাবাহিকভাবে কাজ সম্পন্ন করে মেসেজের মাধ্যমে জানানো হবে।


সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

ধন্যবাদ ,ভালো থাকবেন।



author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube