হুরুবের লোক এক্সিট নিয়ে বৈধভাবে দেশে কিভাবে যাবে?

হুরুবের লোক এক্সিট নিয়ে বৈধভাবে দেশে কিভাবে যাবে?
 

হুরুবের লোক এক্সিট নিয়ে বৈধভাবে দেশে কিভাবে যাবে?

 (জেল জরিমানা ছাড়া)


আবার আসা যাবে কি?

হুরুব মানে কাজ থেকে অনুপস্থিত,তথা সহজভাবে বললে শ্রম আইন অমান্যকারী,অবৈধ।

বর্তমানে অবৈধ প্রবাসীরাও স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারে।

তবে স্পেশাল এক্সিটে গেলেও নতুন ভিসায় আসার কোন সুযোগ নাই।

কারন এক্সিট নিয়ে দেশে যাওয়ার অনুমতি নিয়েছে কিন্তু হুরুব কাটেনি তাই।

এইবার আসুন আলোচনা করি কিভাবে জেল ছাড়া দেশে যাওয়া যায়।


হুরুবের লোক ২ ভাবে স্পেশাল এক্সিট আবেদন করতে পারে।

  • ১- সরাসরি দূতাবাসের মাধ্যমে।
  • ২- সরাসরি জাওয়াযাত অথবা সফর জেলে অবস্থিত ওয়াফিদীন থেকে।

হুরুবের লোক এক্সিট নিয়ে বৈধভাবে দেশে কিভাবে যাবে?

এক্সিট আবেদনের আগে নিশ্চিত হতে হবে আপনার কফিলের মোহাসাসা কোন অঞ্চলের।

আবেদন করতে যে অঞ্চলের কফিল সেই অঞ্চলেই।

বিদ্র:- হুরুবের লোকের এক্সিট জাওয়াযাত থেকে লাগানো হয়,সরাসরি মক্তব আল আমেলে গেলে লাভ হবে না।

আবেদন করতে যা যা লাগে?

ইকামা থাকলে ইকামার কপি,না থাকলে ভিসা ও পাসপোর্ট এর প্রথম পেজের ছবি,মোবাইল নাম্বার।


দূতাবাস থেকে আবেদনের নিয়ম-

প্রয়োজনীয় কাগজ সহ সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে।

দূতাবাস ২ ভাবে করে থাকে,প্রথমমত আপনাকে আবেদন পেপার দিয়ে ওয়াফিদীনে বা জাওয়াযাতে পাঠাবে হাতের চাপ দেওয়ার জন্য,এই নিয়মে সময় অনেক কম লাগে।


দ্বিতীয় নিয়ম- সরাসরি দূতাবাসে এক্সিটের জন্য ফাইল জমা দেওয়া।

এই নিয়মে এক্সিট আসতে অনেকটা সময় লাগে।

আর কারো পক্ষে যদি সম্ভব হয় সরাসরি সফর জেল থেকে হাতের চাপ দিয়ে এক্সিট লাগানো সেটা উত্তম।


\

সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

সতর্কবাণী: 

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে লিখে পাঠান  যাতে করে আমরা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করতে পারি।

আমরা ২৪ ঘন্টা আপনাদের সেবাই নিয়োজিত।  

আমরা যদি আপনাদের প্রশ্নের  সঠিক উত্তর দিতে না পারি বা অবস্থার প্রেক্ষাপটে সহযোগিতা করতে না পারি তাহলে উপযুক্ত  কর্তৃপক্ষকে আপনাদের সমস্যা উপস্থাপন করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ‌।

ইকামা চেক করুন


3 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমার নতুন হুরুন আসছে এখন আমি কিভাবে বৈধ হয়ে দেশে যেতে পারবো এবং নতুন ভিশা আসতে পারবো কিনা

    ReplyDelete
  2. আসসালামু আলাইকুম
    ভাই আমি নতুন লোক আমি প্রবাসে এসেছি ১ মাস ১৪ দিন
    আমার কোম্পানি সাপ্লাই বেতন ঠিক ভাবে দেয় না।। আর আমাকে যে কাজের কথা বলে দালাল আনছে সে কাজ ও দেয় নাই এখন আমি দেশে ফেরত যেতে চাই কোম্পানি আমারে এক্সিট ও দিছে না।। এখন আমি কোন উপায় দেশে যাবো??

    ReplyDelete
    Replies
    1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কফিলের সাথে যোগাযোগ করে কফিলকে সব কিছু বুঝান। এতে কফিল কোন কিছুতে রাজি না হলে কফিলের নিকটবর্তী মানুষ বা আত্মীয়-স্বজনের মাধ্যমে বোঝান। তাতেও কোন কাজ না হলে দূতাবাস এ গিয়ে সবকিছু বুঝিয়ে কফিলের বিরুদ্ধে মামলা করেন।

      Delete
Previous Post Next Post

نموذج الاتصال