সুখবর ! সৌদি সরকার ট্রাফিক জরিমানা কমানোর মেয়াদ আরো 6 মাস বাড়িয়ে দিছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। বাদশা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আল্লাহ তায়ালা দীর্ঘজীবী করুক, সৌদি সরকারের নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক লঙ্গনের অপরাধীদের জরিমানা প্রদান কমানোর সময়কাল 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয় 4/18/2024 সালের আগে জমা হওয়া ট্রাফিক জরিমানা প্রদান কমানোর সময়কাল বাড়িয়ে দিয়ে ঘোষণা করেছে।
এটি 18/4/2025 পর্যন্ত একসাথে সকল জরিমানা বা আলাদা আলাদা করেও জরিমানা পরিশোধ করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ির মালিকদের ট্রাফিক নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলার পরামর্শ দেন এবং জরিমানার 50% ছাড় দিবে বলে জানিয়ে থাকে।
ট্রাফিক লঙ্গনের জরিমানা 50% বা 25% ছাড়ের মধ্যে পার্থক্য কি?
- ৫০% ছাড় প্রযোজ্য 18/4/2024 সালের আগের ট্রাফিক লঙ্গনের জরিমানার ক্ষেত্রে।
- ২৫% ছাড় প্রযোজ্য 18/4/2024 সালের পরের ট্রাফিক লঙ্গনের জরিমানার ক্ষেত্রে।
Essa
Source News X
images source X