দাম্মামে কন্সুল্যার,কল্যাণ ও ব্যাংকিং সেবা

দাম্মামে কন্সুল্যার,কল্যাণ ও ব্যাংকিং সেবা 

Consular, Welfare and Banking Services in Dammam

 দাম্মামে কন্সুল্যার,কল্যাণ ও ব্যাংকিং সেবাঃ

অদ্য ০৬-১২-২০২৪ তারিখে সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম শহরের ফয়সলিয়া এলাকায় ইস্তেরাহা আল আসেমাহ -তে বাংলাদেশ দূতাবাস রিয়াদ কর্তৃক কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করা হচ্ছে। আগামীকাল  ০৭-১২-২০২৪ তারিখেও সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।


প্রদত্ত সেবা সমূহঃ

  • ই-পাসপোর্ট সেবা প্রদান
  • প্রবাসী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (ফিঃ ১৩০/ রিয়াল)
  • হুরুব প্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশ পত্র প্রদান (বিনামূল্যে)।
  • ইকামা এক্সপায়ারড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ (বিনামূল্যে)।
  • পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ (০৫ বছর মেয়াদের আবেদন ফি ১২৫ রিয়াল)
  • জরুরী ট্রাভেল পারমিট ইস্যু ( ফিঃ ১০৫ রিয়াল)
  •  সোনালি ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সেবা (বিনামূল্যে)।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্যাদি
Embassy of Bangladesh Riyadh


সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

সতর্কবাণী: 

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে লিখে পাঠান  যাতে করে আমরা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করতে পারি।

আমরা ২৪ ঘন্টা আপনাদের সেবাই নিয়োজিত।  

আমরা যদি আপনাদের প্রশ্নের  সঠিক উত্তর দিতে না পারি বা অবস্থার প্রেক্ষাপটে সহযোগিতা করতে না পারি তাহলে উপযুক্ত  কর্তৃপক্ষকে আপনাদের সমস্যা উপস্থাপন করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ‌।

ইকামা চেক করুন


Previous Post Next Post

نموذج الاتصال